Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
দিয়াং গ্রামে প্রথম বসতি স্থাপন ও বাংলাদেশে প্রথম খ্রিস্টান পরিবার ।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর কোল ঘেষে দিয়াং গ্রামে প্রথম বসতি স্থাপন করে ছিলো বাংলাদেশে আগত প্রথম খ্রিস্টান পরিবার । আর সেখান থেকেই সময়ের সাথে সাথে ছড়িয়ে পরে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই খ্রিস্টবিশ্বাসীগন। সেখানে এখনো দুইটি পরিবার ডি’রোজা ও মরেজ পরিবারের বংশধরেরা বাস করছেন। ধারণা করা হয় ১৫১৮ সালে পর্তুগিজ বণিকরা চট্টগ্রামে আসেন। দিয়াংয়ে বসতি গড়েন ১৫৩৭ সালে। জানা যায় সেখানে ১৬০৬ খ্রিস্টাব্দে ৬০০ জন খ্রিস্টভক্ত কে হত্যা করা হয় । সেখানে দেখতে পাই পাহাড়ের ওপর খ্রিস্টানদের পুরনো কবরস্থান । অনেক কিছু জানতে পারবেন পর্তুগিজদের বংশধর রিচার্ড ডি রোজার কাছ থেকে । আমরা অনেকেই দিয়াং মরিয়ম আশ্রম আর মা মারিয়ার গ্রোটো সম্পর্কে জানি । প্রতিবছর অনেকে তীর্থ করার জন্য সেখানে যেয়ে থাকি । কিন্তু আমরা কি জানি সেখানকার ইতিহাস কতটা পুরোনো। যদি না জানি তা হলে পুরো ভিডিও টা দেখুন অনেক কিছুই জানতে পারবেন আশা করি। ভালো লাগলে আ শেয়ার করবেন সবার মাঝে । উপস্থাপনা ও পরিকল্পনা : ফাদার বুলবুল আগস্টিন রিবেরু সহযোগীতায় : সাগর এস. কোড়াইয়া ভিডিও ধারণ ও সম্পাদন : রিপন আব্রাহাম টলেন্টিনু
Add new comment