দিনাজপুর ক্যাথলিক ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো পাঁচজন ডিকনের যাজকীয় অভিষেক

দিনাজপুর ধর্মপ্রদেশে পাঁচজন ডিকনের যাজকীয় অভিষেক

গত ৪ জুন ২০২১ খ্রিস্টাব্দ, দিনাজপুর ক্যাথলিক ধর্মপ্রদেশে পাঁচজন ডিকন যাজকপদে অভিষিক্ত হন। এই যাজকীয় অভিষেক অনুষ্ঠানে পৌরহিত্য করেন পরম শ্রদ্ধেয় বিশপ সেবাষ্টিয়ান টুডু।

এই পাঁচজন ডিকনের মধ্যে তিনজন ধর্মপ্রদেশীয় যথাক্রমে ডিকন রুবেন,  মার্চেলিউস টুডু, নিকোলাস বেসরা, যিশু সংঘের ডিকন এলিয়াস সরকার ও পবিত্র ক্রুশ সংঘের ডিকন নিত্য আন্তনী এক্কা।

করোনার কারণে সীমিত পরিসরে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয় এবং ফেসবুকে তা সম্প্রচার করা হয়।

খ্রিস্টযাগের উপদেশ সহভাগিতায় বিশপ টুডু বলেন, “যাজকীয় জীবনের আহ্বান হল ঈশ্বরের একটি বিশেষ উপহার। আর আমাদের ডিকনগণ ঈশ্বরের কাছ থেকে সেই উপহার পেয়েছেন।  তারা ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে আজ  সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করে প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে কাজ করার জন্য যাজকপদে অভিষিক্ত হতে যাচ্ছেন।”

তিনি আরো বলেন, “একজন যাজক হলেন ঈশ্বরের মনোনীত বিনয়ী বিশ্বস্ত ও পবিত্র সেবক। ঈশ্বরের বিশেষ আর্শিবাদের পাত্র হলেন যাজক। তিনি মণ্ডলীর সেবা কাজে নিয়োজিত ও উৎসর্গকৃত। আজকের এই দিনে আমরা এই নতুন যাজকদের জন্য প্রার্থনা করবো তারা যেন যাজকীয় জীবনে বিশ্বস্ত ও পবিত্র থেকে ভক্তবিশ্বাসীদের আধ্যাত্মিক যত্ন নিতে পারেন।”

নব অভিষক্ত যাজকদের মধ্য থেকে একজন তার অনুভূতি প্রকাশ করে বলেন, “আমরা উপলব্ধি করছি ঈশ্বরের ভালবাসা ও আমাদের জন্য তাঁর পরিকল্পনা। আমরা দুর্বল হওয়া সত্ত্বেও তাঁর ভালবাসা ও করুণার স্পর্শ আমাদেরকে তাঁর যাজক করে তুলেছেন। তাই আজ আমরা সত্যিই অনেক কৃতজ্ঞ ও আনন্দিত। আপনারা আমাদের জন্য সর্বদায় প্রার্থনা করবেন”।

স্বাস্থ্যবিধি মেনে,  পবিত্র খ্রিস্টযাগে অল্প পরিশরে ধর্মপ্রদেশের যাজকগণ, সিষ্টারগণ এবং খ্রীষ্টভক্ত অংশগ্রহণ করেন।

Add new comment

1 + 1 =