তেজগাঁও গির্জায় উদযাপিত হলো জাতির পিতা বঙ্গবন্ধুর ১০১তম জন্মবাষির্কী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবাষির্কী (ছবি : সংগৃহিত)

গত ১৭ ই মার্চ ২০২১ খ্রিস্টাব্দে, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে তেজগাঁও গির্জায় উদযাপন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবাষির্কী।

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ছিলো বিশেষ প্রার্থনানুষ্ঠান, পবিত্র খ্রিষ্টযাগ ও কেক কাটার অনুষ্ঠান।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘আজ আমরা বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন পালন করতে পেরে আনন্দিত। বঙ্গবন্ধুর আত্মত্যাগের জন্যই আমরা স্বাধীন হয়েছি। তিনি একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ দিয়ে গেছেন। যেখানে সকল ধর্মের মানুষ সমমর্যাদা পাবে, সমঅধিকার ভোগ করবে। নির্যাচিত সকল মানুষের কথা তিনি চিন্তা করেছেন। তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন এবং তাঁর মহান নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে।

তিনি আরো বলেন, ‘মহান কোনো নেতাকে কখনো হত্যা করা যায় না। তাঁদের চেতনা চিরকাল অন্যের মাঝে বেঁচে থাকে। বঙ্গবন্ধু যুগযুগ ধরে আমাদের মাঝে বেঁচে থাকবেন। অনেকেই বঙ্গবন্ধুকে হত্যা করে পুনরায় একটি পাকিস্তান রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু তা করতে পারেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের সচেতন হয়ে তাঁর সাথে সহায়তা করতে হবে। এই দেশ আমাদের, এই মাটি আমাদের। তাই আমাদের সকলের সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যেতে হবে।

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও বলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নয়। তিনি সারা বিশ্বের নেতা। সারাবিশ্বের নির্যাতিত মানুষের নেতা। তিনি মানুষের অনুপ্রেরণা। তাঁর অনুপ্রেরণায় আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।’

আলোচনা সভার পর অতিথিরা শিশুদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবাষির্কীর কেক কেটে আনন্দ উদযাপন করেন।

Add new comment

1 + 9 =