Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
তুমিলিয়া ধর্মপল্লীর চড়াখোলা গ্রামের “স্বর্গোন্নীতা মারীয়া’র গির্জা” নির্মাণের শুভ সূচনা
গত ১৩ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ, শুক্রবার সকাল ১০টায় ফাদার উইস স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, তুমিলিয়া ধর্মপল্লীর চড়াখোলা গ্রামের “স্বর্গোন্নীতা মারীয়া’র গির্জা” নির্মাণের শুভ সূচনা উপলক্ষে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়।
খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই। তাকে সহায়তা করেন তুমিলিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আলবিন গমেজ ও সেন্ট ভিয়ান্নী হাসপাতালের পরিচালক ফাদার কমল কোড়াইয়া।
আরও উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার মিল্টন কোড়াইয়াসহ বেশ কিছু সংখ্যক ফাদার, ব্রাদার, সিস্টার, একজন ডিকন ও প্রায় তিন শতাধিক খ্রিস্টভক্ত। খ্রিস্টযাগের উপদেশ বাণীতে আর্চবিশপ মহোদয় মা মারীয়াকে নিয়ে একটি প্রচলিত গল্পের অবতারনা করে বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর আজ থেকে চড়াখোলা গ্রামে “স্বর্গোন্নীতা মারীয়ার গির্জা “নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে।
তিনি আরও বলেন, মা মারীয়া স্বশরীরে, স্বর্গে প্রবেশ করেছেন এবং তিনি তার পুত্র যিশুসহ স্বর্গপিতার পাশে রয়েছেন। জপমালা প্রার্থনা ঈশ্বরের সাথে আমাদের বন্ধন সৃষ্টি করে, স্বর্গে যাবার পথ তৈরি হয়। এরপর সবাই মিলে গির্জার কেন্দ্রস্থলে আসেন নির্মাতা কোম্পানীর কর্মকর্তসহ।
প্রার্থনা ও পবিত্র জল সিঞ্চন করে মাটি খননের মধ্যদিয়ে গির্জা নির্মাণ কাজের শুভ সূচনা করেন আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই। চড়াখোলা একটি ঐতিহ্যবাহী গ্রাম । তুমিলিয়া ধর্মপল্লীর সর্ব বৃহৎ গ্রামটিতে প্রায় ৩০০০ খ্রিস্টভক্তের বসবাস। তাদের দীর্ঘ প্রত্যাশা গ্রামে একটি গির্জা প্রতিষ্ঠার। এ ব্যাপারে কুয়েতে কর্মরত ভায়েরা প্রধান উদ্যোগ গ্রহণ করেছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তুমিলিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আলবিন গমেজ। অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ফাদার কমল কোড়াইয়া। আরও বক্তব্য দেন তুমিলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু বকর, চড়াখোলা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান কমল উইলিয়াম গমেজ, মনীন্দ্র বিশ্বাস ও সুনীল পেরেরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গির্জা কমিটির সেক্রেটারী ফিলিপ কোড়াইয়া।
সংগ্রহ : সাপ্তাহিক প্রতিবেশী
Add new comment