ঢাকা মহাধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন যুব সেমিনার

ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে প্রায়শ্চিত্তকালীন যুব সেমিনার

ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে পবিত্র ক্রুশ সেন্টার, ভাদুনে অনুষ্ঠিত হলো অর্ধদিবস ব্যাপী প্রায়শ্চিত্তকালীন যুব সেমিনার।

এই অর্ধদিনব্যাপী প্রায়শ্চিত্তকালীন যুব সেমিনারের মূলসুর ছিলো “পিতার কাছে এসো”। অনুষ্ঠানের শুরুতে সেন্টার পরিচালক ফাদার বিকাশ রিবেরু, সিএসসি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এরপর ভাওয়াল আঞ্চলিক পালকীয় পরিষদের পক্ষে ফাদার শিশির কোড়াইয়া শুভেচ্ছা বক্তব্য প্রাদন করেন। তিনি বলেন, প্রায়শ্চিত্তকাল হল জীবন রুপান্তরের সময়। যুবক-যুবতী হিসাবে নিজের জীবনের দিকে তাকানোর সময়। এই প্রস্তুতিতে ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের এই উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মূলসুরের উপর উপস্থাপনা করেন যুবসমন্বয়কারী  ফাদার নয়ন লরেন্স গোছাল। তিনি চিত্রভিত্তিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন, কিভাবে যুব জীবনে বর্জন এবং অর্জনের মধ্য দিয়ে প্রায়শ্চিত্তকাল ফলপ্রসূভাবে উদযাপন করা যায়। আর একইভাবে চিত্তকে পরিশুদ্ধ, পবিত্র এবং পরিপক্ক করা যায় সেই বিষয়ে আলোচনা করেন।

এরপর ক্রুশের পথের মাধ্যমে অংশগ্রহণকারীগণ ব্যক্তি জীবনের বিভিন্ন ক্রুশ, কষ্ট যীশুর ক্রুশ তলে নিবেদন করেন। ক্রুশের পথের পর অংশগ্রহণকারীগণ পবিত্র সাক্রামেন্তর আরাধনা করে এবং একই সাথে পুর্নমিলন সংস্কার গ্রহণ করে।

পবিএ খ্রিস্টযাগে পৌরহিত্য করেন পবিত্র ক্রুশ সেন্টার পরিচালক ফাদার বিকাশ রিবেরু, সিএসসি। তিনি তার উপদেশ সহভাগিতায় তুলে ধরেন বর্তমান সময়ের বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলো কি ভাবে সংঙ্গানিরুপন করা যায় সেই বিষয়ের উপর।

উক্ত সেমিনারে ভাওয়াল পালকীয় অঞ্চলের সকল ধর্মপল্লী থেকে ১৭৬ যুবক-যুবতী, ১৩ জন এনিমেটর,  ২ জন শিক্ষক, ৭ জন সিস্টার এবং ৮ জন যাজকসহ মোট ২০৬ জন এতে অংশগ্রহণ করেন। - প্রমিত কোড়াইয়া ও প্রিয়াঙ্গনা রোজারিও

Add new comment

9 + 1 =