Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ঢাকা মহাধর্মপ্রদেশের সামাজিক যোগাযোগ কমিশনের আয়োজনে উদযাপিত হল বিশ্ব যোগাযোগ দিবস
মহাধর্মপ্রদেশের সামাজিক যোগাযোগ কমিশনের আয়োজনে খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রে উদযাপিত হয়ে গেল ‘বিশ্ব যোগাযোগ দিবস’।
ঢাকার পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজন এন, ডি'ক্রুজ ওএমআই অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্ধোধন ও বক্তব্য প্রদান করেন।
আর্চবিশপ মহোদয় তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সাংবাদিকরা সমাজের বিবেক। সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার সঙ্গে নৈতিকতার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত৷
খ্রিষ্টান সমাজে যারা সাংবাদিকতা পেশায় রয়েছেন সকলকে তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ যা সমাজ ও মণ্ডলীর জন্য কল্যাণকর তা পরিবেশনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান পোপ মহোদয় সমাজের ও মণ্ডলীর অবস্থা প্রকাশ করার জন্য সকল সাংবাদিককে উদ্দেশ্য করে বলছেন ‘এসো দেখে যাও’ এবং মঙ্গলসমাচার কর।
তিনি সকলকে কুৎসামূলক বা জনস্বার্থের পরিপন্থী সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকার অনুরোধ জানান।
খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সেক্রেটারি ও খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক, সাপ্তাহিক প্রতিবেশী’র সম্পাদক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু, বাণীদীপ্তির কো-অর্ডিনেটর সিস্টার মেরীয়ানা গমেজ আরএনডিএম, নটর ডেম ইউভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ফাদার সুব্রত বি. টলেন্টিনু সিএসসি ব্রাদার চয়ন ভিক্টোর কোড়াইয়া সিএসসি, লক্ষ্মীবাজার ক্রেডিটের প্রেসিডেন্ট মি: দীপক পিউরীফিকেশন, ব্রাদার রসি সিএসসিসহ মিডিয়াকর্মী, স্কুলের শিক্ষক ও শিক্ষিকা, সমাজসেবক ও খ্রিস্টভক্ত।
কমিশনের সেক্রেটারি ফাদার বুলবুলের শুভেচ্ছা ও বক্তব্যের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর উকান নিউজের বাংলাদেশের মিডিয়াকর্মী মি: রক রনাল্ড ও মিডিয়াকর্মী নিউটন মন্ডল যোগাযোগ দিবস ও এর তাৎপর্য, প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।
এরপর পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু সিএসসি ও ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু।
Add new comment