ঢাকা মহাধর্মপ্রদেশের উওম মেষপালক ধর্মপল্লীতে “প্রথম কুমিনিয়ন” ও “পুণ্য হস্তার্পণ” সংস্কার প্রদান

উওম মেষপালক ধর্মপল্লীতে পবিত্র খ্রিস্টপ্রসাদ এবং হস্তার্পণ সংস্কার প্রদান

গত ৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, দীর্ঘ দিনের আধ্যাত্মিক ও বাহ্যিক প্রস্তুতি এবং ঐশজনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে উওম মেষপালক ধর্মপল্লীর ৬১ জন ছেলেমেয়ে প্রথম কুমিনিয়ন ও পুণ্য হস্তার্পণ সংস্কার গ্রহণ করে।

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ । তিনি খ্রিস্টযাগের উপদেশে বলেন, “যীশু আমা‌দের সা‌থে তার দেহ সহভা‌গিতা ক‌রে‌ছেন যেন আমরা অন্ততকালীন জীবন পাই। আমরা প্র‌তি‌দিন যে খাবার খাই তা কিছুক্ষণ পর নষ্ট হ‌য়ে যায়। কিন্তু যীশু আজ আমা‌দের যে খাবার দান কর‌বে তা কখ‌নো নষ্ট হ‌বেনা। কারণ এ খাবার আসে স্বর্গ থে‌কে”।  

তি‌নি ব‌লেন, আজ যারা যীশু‌কে গ্রহণ কর‌বে এর মধ্য দি‌য়ে তারা যীশু‌তে রূপা‌ন্ত‌রিত হ‌বে। তোমরা যীশুর মত কাজ কর‌বে যীশুর মত জীবন যাপন কর‌বে। কারণ যীশু তোমাদের অন্ত‌রে বাস কর‌বে। তি‌নি প্রাথী‌দের উদ্দেশে ব‌লেন, আজ তোমা‌দের জন্য আন্দের দিন। তোমরা আনন্দ কর‌বে ত‌বে সেই  সা‌থে তোমরা নি‌জে‌দের জন্য প্রার্থনা কর‌বে, তোমা‌দের জীব‌নের জন্য।

হস্তাপর্ণ প্রাথীদের উদ্দেশে তি‌নি ব‌লেন, “এই  সক্রা‌মেন্ত্র  এর মধ্য দি‌য়ে আমরা প‌বিত্র আত্মা‌কে লাভ ক‌রি। এর মধ্য দি‌য়ে আমরা প‌রিপূর্ণভা‌বে মন্ডলীর অন্তভুর্ক্ত হই”।

হস্তাপর্ণ  সংস্কা‌রের ক‌য়েক‌টি দিক আছে। আজ প্রথ‌মে তোমরা দীক্ষা প্রতিজ্ঞা নবায়ন কর‌বে, তারপর অভিসিক্ত তে‌লের মধ্য দি‌য়ে তোমা‌দের অভিসিক্ত করা হ‌বে।  

এর মধ্য দি‌য়ে তোমরা তোমা‌দের অন্ত‌রে প‌বিত্র আত্মা‌কে লাভ কর‌বে। এক‌টি বি‌শেষ চি‌হ্নে তোমরা চি‌হ্নিত হ‌বে। যা দে‌খে সবাই তোমা‌দের চিন‌তে পার‌বে।  প‌বিত্র আত্মা তোমা‌দের হৃদ‌য়ে তার নাম‌টি চি‌হ্নিত ক‌রে দে‌বেন। তি‌নি আমা‌দের হৃদ‌য়ে বাস কর‌তে চান, থাক‌তে চান।

যীশু আমা‌দের নিশ্চয়তা দান ক‌রেন, স‌ন্ধি ক‌রেন যে, আমি তোমা‌দের কোন দিন ছাড়‌বোনা, আমি তোমা‌তে সেই  জীবন রা‌জ্যে, সেই  স্বর্গে নি‌য়ে যাব। প‌বিত্র আত্মা সব সময় তোমা‌দের স‌ঙ্গে স‌ঙ্গে থাক‌বে, তোমা‌দের শ‌ক্তি, সাহস ও আলো দান কর‌বে। 

তি‌নি আরো ব‌লেন, “আজ থে‌কে তোমরা খ্রী‌ষ্টের সৈ‌নিক হ‌বে। তোমরা, চিন্তা কর‌বে, ধ্যান কর‌বে, যে খ্রীষ্ট মন্ডলীর  মঙ্গলকে, বিশ্বাস‌কে রক্ষা করার জন্য সাক্ষ্য দি‌তে প‌্র‌য়োজ‌নে জীবন দি‌তে রা‌জি থাকতে হবে”। এটাই খ্রিস্টমন্ডলীর ক‌ঠিন সত্য কথা।

সব শে‌ষে তি‌নি ব‌লেন, আজ যে তোমরা তোমারদের জীব‌নের আরেকটি নতুন ধা‌পে উন্নিত হ‌লে, তোমাদের জীবন যেন আরো শক্ত, খ্রী‌ষ্টিয়, সুন্দর, ও প‌বিত্র জীবন যাপন কর‌তে পার, এই  প্রার্থনা ক‌রি তোমা‌দের সবার জন্য ।

Add new comment

1 + 0 =