ঢাকার হিলিং হার্ট কাউন্সেলিং এর উদ্যোগে উদযাপিত হল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস

হিলিং হার্ট কাউন্সেলিং এর উদ্যোগে উদযাপিত হল ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’

গত ১০ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, ঢাকার হিলিং হার্ট কাউন্সেলিং এর উদ্যোগে উদযাপিত হল ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’। প্রতিপাদ্য ‘Creating Hope through Action’ বিষয়টিকে সামনে রেখে হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিট এক সপ্তাহ ব্যাপি কর্মসূচী গ্রহণ করেছে।

এসব কর্মসূচীর অংশ হিসেবে হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিট, কারলত্তা সেন্টার ও  হলি রোজারি চার্চ, তেজগাঁ, ঢাকা যৌথভাবে “যুব-জীবনে আত্মহত্যা প্রতিরোধ ও প্রতিকারের উপায়” শীর্ষক চমৎকার একটি কর্মশালা, মৃত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনার আয়োজন করে।

মনোমুগ্ধকর দেড়-ঘন্টা ব্যাপি কর্মশালাটি পরিচালনা করেন ড. লিপি গ্লোরিয়া রোজারিও (পরিচালক, হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিট), তানিয়া সুলতানা (কাউন্সেলর, বারাকা) ও জেমস্ সাইমন দাস (কাউন্সেলর, হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিট)।

তাদের তথ্যবহুল ও প্রাণবন্ত উপস্থাপনার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি পরম শ্রদ্ধেয় পাল-পুরোহিত ও সহকারি পুরোহিত, হলি রোজারি চার্চ, তেজগাঁ, ঢাকা; যাদের সময়, শ্রম ও দিক নির্দেশনায় আমরা সফলভাবে দিনটি উদযাপন করতে সক্ষম হয়েছি।

এ কর্মসূচীতে ফাদার, সিস্টার, অভিাভবকসহ ১১৫জন কিশোর-কিশোরী ও যুবক-যুবতী অংশ গ্রহণ করেন। 

আসুন, আত্মহত্যা প্রতিরোধে প্রিয়জনের কথা শুনি, তাদের অনুভূতি ও চাহিদাগুলোকে বোঝার চেষ্টা করি এবং তাদের প্রতি সহমর্মি হই!- আলবার্ট অলড্রিন পিউরিফিকেশন

 

Add new comment

4 + 1 =