ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

বান্দুরা বাজারে বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গত ২৮ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ, ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারে বাসস্ট্যান্ড এলাকায় আনুমানিক সকাল ১০ ঘটিকায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় লোকজন বলছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় একটি পেট্রোল এর দোকান থেকে।পরে কেরানীগঞ্জ থেকে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১৫টি দোকান এবং এন.মল্লিক এর ৯টি বাস পুড়ে ছাই হয়ে যায়।

লক ডাউ‌নের কার‌নে বাসগু‌লি বাসস্ট্যান্ড এ ছিল। আগুন লাগার কারন অনুমান করা হয়‌ যে, বাস স্ট্যা‌ন্ডে‌র পিছ‌নে অক‌টে‌লের দোকান থে‌কে লে‌গে‌ছে ব‌লে অনুমান করা হয়।

ত‌বে স্থানীয় লোকজন বলছে, ৭টি বাস উদ্ধার করা গে‌ছে। বা‌সের চালকেরা এসে স‌রি‌য়ে নিয়ে‌ছেন। আর যাদের দোকান খোলা ছিল তারা কিছু মালামাল সরা‌তে পে‌রে‌ছেন। আগুন লাগার স‌ঠিক কারন জানার জন্য তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করেছে।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জসিম উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডে পার্কিং করে রাখা বাস ও কিছু দোকান পুড়ে গেছে। দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভাতে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।’ - সিস্টার মেরীয়ানা গমেজ

Add new comment

5 + 14 =