জাফলং ধর্মপল্লীর বর্ল্লা পুঞ্জিতে সাধু আন্দ্রিয়ের পর্ব উদযাপন

Photo Credit to Owner

জাফলং ধর্মপল্লীর উপধর্মপল্লী বর্ল্লাতে সাধু আন্দ্রিয়ের পর্ব মহাসমারোহে পালন করা হয়।

এতে ১ জন ফাদার ও ১২০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। খ্রিস্টযাগ শুরু হয় সকাল ১০:৩০ মিনিটে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন জাফলং ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার রনাল্ড গাব্রিয়েল কস্তা।

খ্রিস্টযাগের শুরুতে সাধু আন্দ্রিয়ের প্রতিকৃতিতে ধূপারতি ও মাল্যদান করা হয়। খ্রিস্টযাগে ফাদার তার উপদেশে বলেন,  সাধু আন্দ্রিয় যিশুর প্রেরিত শিষ্য ছিলেন। যিশু নিজে তাকে আহ্বান করেন। তিনি মাছ ধরা থেকে মানুষ ধরা জেলে হয়ে উঠেন। তিনি বিভিন্ন জায়গায় বাণীপ্রচার করেন।

 যিশু আমাদেরও সাধু আন্দ্রিয়ের ন্যায় তার শিষ্য হওয়ার জন্য আহ্বান করেছেন। তাছাড়া, আমরা যেন আমাদের কথা, কাজ ও জীবনাচারণের মধ্যদিয়ে খ্রিস্টের সাক্ষ্য প্রদান করতে পারি।

পরে বর্ল্লা পুঞ্জির সেক্রেটারী সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানানোর মধ্যদিয়ে পর্বীয় অনুষ্ঠান  সমাপ্ত হয়।-মেলকম খংলা

Add new comment

1 + 7 =