জাফলং ধর্মপল্লীতে পরিবার ও ভক্তজনগণ বিষয়ক সেমিনার

গত ২২ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দে, সিলেট ধর্মপ্রদেশের অন্তর্গত সাধু প্যাট্রিকের গীর্জায়, জাফলং-এ এক সেমিনারের আয়োজন করা হয়।

জাফলং ধর্মপল্লীর সেক্রেটারী ওয়েলকাম লম্বা’র প্রার্থনার মধ্যদিয়ে সেমনিার শুরু হয়। প্রাথর্নার পরে মূলসুর- ‘আমার মণ্ডলী: আমার দায়িত’¡ বিষয়ে সহভাগিতা করেন জাফলং ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার রনাল্ড গাব্রিয়েল কস্তা।

তিনি তাঁর সহভাগিতায় বলেন, আমরা সবাই পরিবার থেকে এসেছি, পরিবার আমাদের যত্ন করে, লালন-পালন করে বড় করে তোলে। তাই পরিবারের প্রতি আমাদের সবার দায়িত্ব রয়েছে। তেমনিভাবে মণ্ডলীও আমাদের আধ্যাত্মিক যত্ন করছে।

যোশুয়া খংস্লিং তার সহভাগিতায় বলেন, আমরা প্রার্থনা, অর্থ, সন্তানদের মণ্ডলীতে দান, পরামর্শ, আদর্শ পরিবার গঠন ও জীবনসাক্ষ্যের মধ্যদিয়ে মণ্ডলীতে ভূমিকা পালন করতে পারি।

খ্রিস্টযাগে জাফলং ধর্মপল্লীর পাল-পুরোহিত বলেন, আমরা যেন ভাল কাজের মধ্যদিয়ে মণ্ডলীকে আরও সুন্দর করে গড়ে তুলি।

খ্রিস্টযাগ শেষে জাফলং ধর্মপল্লীর পাল-পুরোহিত সবাইকে ধন্যবাদ জানান। এই সেমিনারে একজন ফাদারসহ  ১৮০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। - ওয়েলকাম লম্বা

Add new comment

2 + 6 =