চলে গেলেন রাজশাহী ধর্মপ্রদেশের হাস্য-রসিক, প্রাণবন্ত, বুদ্ধিদীপ্ত ও নিবেদিত প্রাণ ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু

গত ২০ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের যাজক ভ্রাতৃসংঘের পুষ্পবৃক্ষ থেকে ঝড়ে গেল সুভাষিত আরো একটি পুষ্প, নিভে গেল জীবন প্রদীপ। মাটির দেহ নিথর করে চলে গেলেন, পরম পিতার সমীপে চির শান্তির নীড়ে।

অত্যন্ত হাস্য-রসিক, প্রাণবন্ত, বুদ্ধিদীপ্ত ও নিবেদিত প্রাণ ছিলেন প্রয়াত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু। তিনি বেশ কয়েক মাস যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন ও Ashania Mission Cancer Hospital -এ চিকিৎসারত অবস্থায় ছিলেন। ক্রমেই তার অবস্থার অবনতির জন্যে তাকে ICU-তে Life Support-এ রাখা হয়।

গত ১৯ আগষ্ট  Ashania Mission Cancer Hospital -এ  Life Support-এ থাকা অবস্থাতেই তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত ২০ আগস্ট বিকাল ৪:৪০ মিনিটে এ ভব সংসার থেকে চিরতরে পাড়ি দিলেন না ফেরা দেশে পরম পিতার সান্নিধ্যে।

তিনি ২৩-০২-১৯৭০ সাভার ধরেন্ডা ধর্মপল্লীর অন্তর্গত কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার ভাই-বোনদের মধ্যে সর্ব কনিষ্ঠ। মা-বাবার অতি আদরের সন্তান ছিলেন। তিনি ২৭-১২-২০০০ খ্রিস্টাব্দে বোর্ণী মারীয়াবাদ ধর্মপল্লীতে প্রয়াত আর্চ বিশপ পৌলিনুস কস্তা কর্তৃক যাজকপদে অভিষিক্ত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর ৫ মাস ২৮ দিন।

রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ, ফাদার সিস্টার ও খ্রিস্টভক্তদের পক্ষ থেকে স্বর্গীয় ফাদারের পরিবারের পরিজন ও আত্মীয়-স্বজনদের জানাই আন্তরিক সমবেদনা।

আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। ঈশ্বর যেন তার এ ভক্ত সেবককে অনন্ত বিশ্রাম ও চিরশান্তি দান করেন।

Add new comment

10 + 0 =