Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
চলে গেলেন নীরব কর্মী ও নিবেদিত প্রাণ ফাদার কর্ণেলিউস মূর্মূ
গত ৪ঠা আগষ্ট ২০২১ খ্রিস্টাব্দ, রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের ধর্মপ্রদেশীয় যাজক কণেলিউস মুর্মু বেলা ০২:২০ মিনিটে ঢাকা আহছানিয়া ক্যান্সার হাসপাতালে জগতের মায়া ত্যাগ করে পরলোগত হয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর ৯ মাস ৯ দিন। ফাদার কর্ণেলিউস মূর্মূ ছিলেন মন্ডলীর একজন নীরব কর্মী ও নিবেদিত প্রাণ।
তিনি গত কয়েকমাস যাবৎ তিনি ফুসফুসের ক্যান্সার রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। গত ১৪ জুলাই থেকে ঢাকা আহছানিয়া ক্যান্সার হাসপাতা ভর্তি ছিলেন এবং গত কয়েকদিন থেকে ICU-তে Life Support থেকে এ ভব সংসার থেকে চিরতরে পাড়ি দিলেন না ফেরার দেশে পরম পিতার গৃহে।
তিনি ২৬-১০-১৯৭১ খ্রিস্টাব্দে বর্তমান সাধু জন মেরী ভিয়ান্নী, মুন্ডুমালা, ধর্মপল্লীর অধিনস্থ দিবসস্থলী গ্রামে জন্মগ্রহণ করেন।
৩০-১২-২০০৫ খ্রিষ্টাব্দে উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় প্রয়াত আর্চ বিশপ পৌলিনুস কস্তা কর্তৃক যাজক পদে অভিষিক্ত হন। আমরা তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ঈশ্বর তাঁর এ ভক্তসেবককে অনন্ত বিশ্রাম দান করুক।
রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়, ফাদার-সিস্টার ও খ্রীষ্টভক্তদের পক্ষ থেকে স্বর্গীয় ফাদারের পরিবারের পরিজনদের, আত্মীয়-স্বজনদের সমবেদনা জানাচ্ছি ও শোক প্রকাশ করছি। ঈশ্বর তাঁর এই যাজককে স্বর্গসুখ দান করুন।
Add new comment