চলে গেলেন ইতালীয়ান মিশনারী ফাদার জুলিও বেরুতি, পিমে

ইতালীয়ান মিশনারী ফাদার জুলিও বেরুতি, পিমে

গত ১২ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ, ফাদার জুলিও বেরুতি (পিমে) স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থতার কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন ।

ফাদার জুলিও ইতালীয়ান মিশনারী ফাদার ছিলেন। দিনাজপুর ধর্মপ্রদেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি ক্রেডিট ইউনিয়ন আন্দোলন জোরদার করার ক্ষেত্রে ফাদারের অবদান অনেক বেশী।

তিনি উত্তরাঞ্চলের ক্রেডিট ইউনিয়নের প্রবর্তক ও পথ প্রদর্শক। তিনি দিনাজপুর এবং রাজশাহী ধর্মপ্রদেশে ক্রেডিট ইউনিয়ন আন্দোলনকে ছড়িয়ে দিতে অনেক অবদান রেখেছেন। তার অবদানের ফলে অনেক দরিদ্র, অবহেলিত, বঞ্চিতরা আজ স্বাস্থ্য বীমার সুযোগ পাচ্ছেন।

তিনি সেন্ট ভিনসেন্ট হাসপাতাল পরিচালনায় ও দিনাজপুর ধর্মপ্রদেশে স্বাস্থ্যবীমা চালু করণে বিশেষ ভূমিকা রেখেছেন।

ঈশ্বর তার এই ভক্ত সেবককে অনন্ত শান্তি দান করুন।

Add new comment

1 + 8 =