চট্রগ্রামের পাহাড়তলি উপধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিএ শিশুমঙ্গল দিবস

পাহাড়তলি উপধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিএ শিশুমঙ্গল দিবস

গত ১২ মার্চ ২০২১ খ্রিস্টাব্দে, চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের পাহাড়তলি উপধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিএ শিশুমঙ্গল দিবস।

এই পবিএ শিশুমঙ্গল দিবসের মূলভাব ছিল পবিত্রতায় আমার কাছে ফিরে এসো । অনুষ্ঠানসূচীতে ছিল উদ্বোধনী ও পরিচয় পর্ব, চিত্রাঙ্কণ, নাটক, শিশুদের পরিচালনায় ক্রুশের পথ ও খ্রিষ্টযাগ।

শিশুদের উদ্দেশ্যে সিস্টার করুণাময়ী বলেন, তোমরা সবসময় সুন্দরভাবে চলবে, সবার বাধ্য হয়ে থাকবে। বাবা-মায়ের ও বড়দের কথামতো জীবনযাপন করবে। সবসময় প্রার্থনা করবে।

ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার মাইকেল রয় বলেন, যিশুকে পেতে হলে যিশুকে খুশি করতে হলে বাবা-মার বাধ্য হয়ে চলতে হবে, তাদের কথা শুনতে হবে, খ্রিষ্টযাগে অংশগ্রহণ করতে হবে এবং প্রার্থনা করতে হবে। এ ছাড়াও নিয়মিত পড়াশোনা করে মানুষকে ভালবাসতে হবে।

এই দিবসে শিশু, শিশু এনিমেটর, মিশনারীজ অব চ্যারিটি ও এসএমআরএ সিস্টারসহ ৪০জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করে। -ম্যাগডেলিন ডি’সিলভা 

Add new comment

6 + 12 =