চট্টগ্রামে ওয়ানগালা উৎসব উদযাপন

মান্দিদের প্রধান উৎসব ওয়ানগালা উদযাপন

গত ১১ ই ডিসেম্বর ২০২০ খ্রীষ্টাব্দ, চট্টগ্রাম কাথিড্রাল গির্জায় খ্রীষ্টযাগের মাধ্যমে ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের এডমিনিস্ট্রেটর ফাদার লেনার্ড সি, রিবেরু।

খ্রীষ্টযাগের উপদেশে ফাদার লেনার্ড বলেন, এবার চট্টগ্রামে সীমাবদ্ধতার মধ্যে ওয়ানগালার আয়োজন। ওয়ানগালা ছিল গারো অর্থাৎ মান্দিদের প্রধান উৎসব। ফসলের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর অনুষ্ঠান। যিনি ফসল রক্ষা করেন তাঁর মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নৃ সম্প্রদায়ের গারো ছেলে মেয়েরা ফসল নিয়ে গির্জা ঘরে প্রবেশ করে নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি ধারণ করে।

সিস্টার নিশা মানখিন, আরএনডিএম বলেন, ওয়ানগালা ঈশ্বরের কাছ থেকে আশির্বাদ স্বরূপ স্মরন উৎসব। যে শষ্য পেয়েছি তার জন্য ধন্যবাদ জানানো।

বৃষ্টি রেমা বলেন, প্র্তি বছর নভেম্বর-ডিসেম্বরে ওয়ানগালা অনুষ্ঠান হয়। এখন খ্রীষ্টধর্মের উপসনার অংশ ওয়ানগালা এবং নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরা হয়।- এলড্রিক বিশ্বাস

Add new comment

2 + 7 =