Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
গ্রীণহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘এ’ লেভেল সেকশন ইনচার্জ সিস্টার জোৎস্না মারিয়া কোড়াইয়া’র আকস্মিক মৃত্যু
গ্রীণহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘এ’ লেভেল সেকশন ইনচার্জ, আরএনডিএম সম্প্রদায়ের সিস্টার জোৎস্না মারিয়া কোড়াইয়া আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকালে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যান।
২৩ জুলাই বৃহস্পতিবার সকালে হঠাৎ করে অসুস্থতা অনুভব করলে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষনা করেন।
সিস্টারের জন্ম গাজীপুর জেলার কালীগঞ্জের তুমিলিয়া ধর্মপল্লীর বাঙ্গালহাওলা গ্রামে । তিন ভা্ইয়ের মধ্যে তিনিই ছিলেন একমাত্র বোন। ১৯৭১ খিস্টাব্দে জন্মগ্রহণ করে পিতা মৃত জন কোড়াইয়া ও মাতা মৃত মার্টিনা কোড়াইয়া’র পরিবারে।
সেন্ট মেরীজ স্কুল এন্ড কলেজ থেকে স্কুলজীবন পাশ করেই যোগ দেন আরএনডিএম ধর্ম সংঘে । পরবর্তীতে ১৯৯৫ খ্রিষ্টাব্দে সিস্টার জ্যোৎস্না মারীয়া কোড়াইয়া আরএনডিএম সম্প্রদায়ে প্রথম ব্রত গ্রহণ করেন এবং চিরব্রত গ্রহণ করেন ২০০৩ খ্রিষ্টাব্দে।
দীর্ঘ দিন তিনি গঠন গৃহ প্রাথীর্দের পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া বাগের হাট, ও নাটোরে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রদেশের প্রদেশপাল সিস্টার রেবা ভেরোনিকা ডি কস্তা’র একজন উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।
আজ বিকালে শ্রদ্ধেয় বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের উৎসর্গের মধ্যদিয়ে সিস্টার জ্যোৎস্না মারীয়া কোড়াইয়া আরএনডিএম কে মোহম্মদপুর আসাদ গেটে আরএনডিএম সিস্টারদের নির্ধারিত কবরস্থানে সমাধিস্থ করেন।
সিস্টার জ্যোৎস্না মারীয়া কোড়াইয়ার এই আকস্মিক মৃত্যুতে আরএনডিএম সম্প্রদায়ের সিস্টারদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। - সিস্টার মেরীয়ান গমেজ, আরএনডিএম
Add new comment