গোল্লা সাধু ফ্রান্সিস জেভিয়ার ধর্মপল্লীতে উদযাপিত হলো পবিত্র শিশুমঙ্গল সেমিনার

পবিত্র শিশুমঙ্গল সেমিনার

গত মাসে, ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত সাধু ফ্রান্সিস জেভিয়ার ধর্মপল্লীতে উদযাপিত হলো পবিত্র শিশুমঙ্গল সেমিনার।

খ্রিস্টযাগের মধ্য দিয়ে এই সেমিনারের কার্যক্রম শুরু হয়। খ্রীষ্টযাগ অর্পণ করেন ক্ষুদ্রপুষ্প সেমিনারীর সহকারী পরিচালক শ্রদ্ধেয় ফাদার সনি মার্টিন রড্রিক্স।

করোনা মহামারীর কারণে শিশুরা দীর্ঘদিন বাড়ীর বাইরে রেব হতে পারেনি। তাই এই সেমিনারটা তাদের জন্য ছিল অনেক আনন্দের।

শিশুদের উপস্থিতি এবং প্রাণবন্ত অংশগ্রহণ ছিল লক্ষনীয়। শ্রদ্ধেয় ফাদার সনি মার্টিন রড্রিক্স ঈশ্বরের দশ আজ্ঞা কার্টুন ভিডিও এর মধ্য দিয়ে উপস্থাপনা করেন। শিশুদের মনে এই শিক্ষাটা দারুণ ভাবে গেঁথে থাকবে।

সিস্টার সুধার ছন্দে, আনন্দে গানের তালে কথা এবং শিক্ষা শিশুদের হৃদয় কেড়ে নেয়। বাইবেলের আলোকে গ্রাম ভিত্তিক শিশুরা গান, অভিনয় ও নৃত্য পরিবেশন করে। প্রতিটি পরিবেশনা ছিল শিক্ষনীয়, আনন্দপূর্ণ।

এই সেমিনারের মাধ্যমে প্রত্যেকজন শিশুকে একটি করে মা মারীয়ার ছবি উপহার প্রদান করা হয়।

পবিত্র শিশুমঙ্গল সেমিনারে বিভিন্ন গ্রাম থেকে ৭০ জন শিশু ও ৩০ জন এনিমেটর নিয়ে এই সেমিনার উৎযাপন করা হয়।-ফাদার তুষার জেভিয়ার কস্তা

Add new comment

5 + 12 =