Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
খ্রিস্টভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস কস্তা সিএসসি ।
আর্চবিশপ মজেস কস্তা সিএসসি আজ(১৩ জুলাই, ২০২০) সকাল ০৯:২০ ঘটিকায় স্কয়ার হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার একাধিক স্ট্রোক হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সকল খ্রিস্টভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস কস্তা সিএসসি ।
গত ১৩ জুন আর্চবিশপ মজেস কস্তা সিএসসিকে বিশেষ এম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। করোনা উপসর্গ থাকায় স্কয়ার হাসপাতালে ভর্তিকালীন সময় করোনা টেস্ট করা হয় । ১৪ জুন করোনা পজেটিভ নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ ।
১৬ জুন তার স্বাস্থ্যগত অবস্থা কিছুটা উন্নতি হয়। কৃত্রিম অক্সিজেনের নির্ভরতা কমেছিল বলে জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ । কিন্তু গত ৭ জুলাই থেকে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয় এবং ৯ জুলাই সকালে আর্চবিশপ মহোদয়কে পুনরায় আইসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তিতে ১১ জুলাই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
আর্চবিশপ মজেস কস্তা সিএসসি ১৭ নভেম্বর ১৯৫০ খ্রিস্টাব্দে ঢাকা ধর্মপ্রদেশের তুমিলিয়া ধর্মপল্লীতে জন্মগ্রহণ করে। বাবা প্রয়াত হিরণ কস্তা ও মা মার্গারেট গমেজের কনিষ্ঠ সন্তান ছিলেন তিনি।
৫ এপ্রিল ১৯৬৩ খ্রিস্টাব্দে প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে কাজ করার লক্ষ্যে বান্দুরা ক্ষুদ্র পুষ্প সেমিনারীতে যোগদান করেন। ১৯৬৯ খ্রিস্টাব্দে তিনি এসএসসি পাশ করে যোগ দেন সেন্ট যোসেফ সেমিনারীতে। ১৯৭১ খ্রিস্টাব্দে নটর ডেম কলেজ থেকে আই এ পাশ করেন। ১৯৭৩ খ্রিস্টব্দে একই কলেজ থেকে বি.এ পাশ করেন।
হলিক্রশ সন্ন্যাস সংঘে প্রথম ব্রত গ্রহণ করেন ২০ জানুয়ারি ১৯৭৮ খ্রিস্টাব্দে এবং তুমিলিয়া ধর্মপল্লীতে আর্চবিশপ মাইকেল রোজারিও কর্তৃক যাজক পদে অভিষিক্ত হন ৫ ফেব্রুয়ারী ১৯৮১ খ্রিস্টাব্দে।
৬ সেপ্টেম্বর ১৯৯৬ খ্রিস্টাব্দে বাংলাদেশে ভাতিকানের রাষ্ট্রদূত ও পূণ্যপিতার প্রতিনিধি আর্চবিশপ আন্দ্রিয়ানো বার্নার্দিনি কর্তৃক তিনি দিনাজপুর ধর্মপ্রদেশের ৬ষ্ঠ বিশপ হিসেবে অভিষিক্ত হন।
দিনাজপুর ধর্মপ্রদেশের শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য তার অবদান ছিলো অনেক। উত্তর বঙ্গের দরিদ্র, অসহায়, নিপীড়িত, জনগণের জন্য বিশপ মজেসের অবদান স্বীকৃতি স্বরুপ আমেরিকার খ্রিস্টরাজা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ খ্রিস্টাব্দে “ডক্টর ও হিউম্যানিটিস্” উপাধি প্রদান করা হয়।
সমাজের জন্য বিভিন্ন সেবা মূলক কাজে অবদানের জন্য আর্চবিশপ মজেস কস্তা সিএসসি ১৬ জানুয়ারি ২০১৬ খ্রিস্টাব্দে মাদার তেরেজা রিসার্স সেস্টার কর্তৃক ‘মাদার তেরেজা মেমোরিয়াল এওয়ার্ড ’ লাভ করেন।
বাংলাদেশে নিযুক্ত ভাতিকানের রাষ্টদূত ও পূণ্যপিতার প্রতিনিধি আর্চবিশপ জর্জ কোচেরী চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চ ডায়োসিসের আর্চ বিশপ মজেস মন্টু কস্তা, সিএসসিকে পাল্লিউম অর্পণ করেন ৮ সেপ্টেম্বর, ২০১৭ খ্রিস্টাব্দে।
উল্লেখ্য, ২৭ মে ২০১১ খ্রিস্টাব্দে, আর্চবিশপ মজেস কস্তা সিএসসি, চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের দায়িত্ব গ্রহণ করেন। ২ ফেব্রয়ারি, ২০০৭ খ্রিস্টাব্দে পোপের ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে ‘চট্টগ্রাম ডাইয়োসিস’ ( চট্টগ্রাম ধর্মপ্রদেশ ) কে ‘ চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডাইয়োসিস’ ( চট্টগ্রাম মহাধর্মপ্রদেশ ) এ উন্নীত করেন।
মৃত্যু অবধি তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডাইয়োসিস’ ( চট্টগ্রাম মহাধর্মপ্রদেশে) এ তার যাজকীয় সেবা প্রদান করে আসছিলেন। আর্চবিশপ মজেস কস্তা সিএসসি’র মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডাইয়োসিস সহ বাংলাদেশের পুরো খ্রিস্টমণ্ডলীতে নেমে এসেছে শোকের ছায়া। তার এই অকাল মৃত্যুতে বাংলাদেশেসহ বাংলা ভাষাবাসী সকল খ্রিস্টভক্ত আজ শোকাহত। সকল প্রাণের আজ প্রার্থনা স্বর্গ থেকে তিনি যেন সকলের উপর আর্শিবাদ বর্ষণ করেন।
- রিপন আব্রাহাম টলেন্টিনু
Comments
We are Greatly mourn
We are Greatly mourn
Add new comment