খ্রিষ্টীয় গানের গীতিকার ও সুরকার ফাদার লেনার্ড পরেশ রোজারিও’র চির বিদায়

গত ৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ,  ঢাকা মহাধর্মপ্রদেশের ধর্মপ্রদেশীয় যাজক  লেনার্ড পরেশ রোজারিও ভোর ৩ টায় চির বিদায় নেন  যিনি ছিলেন খ্রিষ্টীয় গানের গীতিকার ও সুরকার।

মধ্য রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে রমনার ক্যাথিড্রাল থেকে স্কয়ার হাপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

কর্ম জীবনে তিনি ময়মনসিংহ ও ঢাকা মহাধর্মপ্রদেশে বিভিন্ন ধর্মপল্লীতে প্রৈরিতিক কাজ করেছেন। এছাড়া ক্যাথলিক খ্রিষ্টভক্তদের উপাসনায় ব্যবহুত গানের বই গীতাবলীতে রয়েছে তাঁর বেশ কিছু গান। তিনি উপাসনার গানের শিক্ষক হিসেবেও অবদান রেখেছেন।

ফাদার লেনার্ড পরেশ রোজারিওর জন্ম ১৯শে জুলাই ১৯৪৭ সালে হাসনাবাদ ধর্মপল্লীতে। খ্রিষ্টীয় গানের গীতিকার ও সুরকার হিসেবে তার অনেক পরিচিতি রয়েছে খ্রিস্টমন্ডলীতে  । অনেক খ্রিস্টভক্ত গুণী এই পুরোহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।

ঈশ্বর তার এই ভক্ত সেবককে অনন্ত শান্তি দান করুন।

Add new comment

2 + 1 =