Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
খুলনা ধর্মপ্রদেশে বিশ্বাস ও মিলনের তীর্থযাত্রায় বাংলাদেশ কাথলিক বিশপস সম্মিলনীর পদযাত্রা
গত ৬ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দে, বাংলাদেশ কাথলিক বিশপস সম্মিলনীর কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, বর্তমান সিবিসিবি’র প্রেসিডেন্ট মনোনীত আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুশ, কারিতাস বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও দিনাজপুরের বিশপগণ খুলনা ধর্মপ্রদেশে আগমনের মধ্যদিয়ে ঐত্যিহাসিক বিশ্বাস ও মিলন তীর্থযাত্রার সূচনা হয়।
খুলনা বিশপ হাউজের পাশে শান্তা মারীয়া হাসপাতাল ক্যাম্পাসে বিশপগণকে খ্রিস্টভক্তদের উপস্থিতিতে নৃত্য, গান ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন খুলনা ধর্মপ্রদেশের বিশপ জেমস্ রমেন বৈরাগী।
শুভেচ্ছা বক্তব্যে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও বলেন, ”আপনাদের অধীর আগ্রহের সাথে অপেক্ষা, শ্রদ্ধা এবং ভালবাসায় আমরা সিক্ত হলাম, বাংলাদেশ-এর সকল বিশপগণের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই”।
তিনি বলেন, ”ইতিহাস ও ঐতিহ্যের লীলাভূমি এই খুলনাতে এলাম বিশ্বাস ও মিলনের আধ্যাত্মিক এক অনুশীলনের খোঁজে। আমরা খুলনা ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী, ধর্মপ্রদেশের জনগণ ও ধর্মপল্লী সংলগ্ন ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করে দক্ষিণবঙ্গের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম-রীতি ও বিশ্বাসের যোগসূত্র খুঁজে দেখবো”।
আমরা সবাই মিলে ধর্মপ্রদেশ ও বাংলাদেশ কাথলিক বিশ্বাসীদের আদর্শিক ভিত্তি গড়তে তীর্থে এসেছি। বিশ্বাসের এই তীর্থযাত্রার মধ্যদিয়ে আমরা খ্রিস্টীয় মূল্যবোধের শিকড়ে এক নতুন রূপ-রস ও গন্ধের নির্যাস ছড়াতে চাই।
তিনি আরও বলেন, মণ্ডলীর সেবাকাজে খুলনা ধর্মপ্রদেশের জনগণ সবসময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকেন, আগামী দিনগুলোতেও তা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।
পরিশেষে, কার্ডিনালের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং বিশেষ প্রার্থনা ও আশীর্বাদের মধ্যদিয়ে অভ্যর্থনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Add new comment