Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
কোভিড টিকাকরণে ভারতের পশ্চিমবঙ্গ প্রথম পাঁচে
কোভিড টিকাকরণে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের সব রাজ্যের মধ্যে প্রথম পাঁচে টিকাকারণে দেশে প্রথম পাঁচে নিজের স্থান ধরে রেখেছে পশ্চিমবঙ্গ। প্রথম ডোজ টিকাপ্রাপকদের দ্বিতীয় ডোজ দেওয়ায় বাংলা প্রথম সারিতে ছিলই ।
একইভাবে সামগ্রিকভাবে দুটি ডোজ টিকা দেওয়াতে প্রথম পাঁচ রাজ্যের মধ্যে নিজের জায়গা ধরে রেখেছে পশ্চিমবঙ্গ। বাংলা ছাড়া অন্য যে চারটি প্রথম পাঁচে রয়েছে, সেগুলি হল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও গুজরাত। এদিকে ১০০ কোটি টিকাদানে লক্ষ্যপূরণে আরও কিছুটা এগিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এদিন ৯৫ লক্ষ ৮০ হাজার ৪৬ হাজার ৩৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। ষষ্ঠী শুরু হয়ে যাওয়ার পরও বাংলায় আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে টিকাদান কর্মসূচি স্বাভাবিক রাখতে। রাত সাড়ে আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ লক্ষ ডোজ (চার লক্ষ ৯১ হাজার ৩৬৫) টিকাকরণ হয়েছে। মোট টিকাকরণে জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা।
যদিও দৈনিক টিকাদানে এদিন সব জেলাকে ছাপিয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর। রাতের হিসেব অনুযায়ী, এদিন রাজ্যে সর্বোচ্চ ৭৫ হাজার ৯০৫ ডোজ টিকাদান হয়েছে সেখানে। এদিকে, অপচয় কমানোর জন্য ১০ ডোজের পাশাপাশি পাঁচ ডোজের কোভ্যাকসিনের ভায়ালও রাজ্যগুলিকে সরবরাহ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেদন – অতনু দাস। Website: https://bengali.rvasia.org Youtube: http://youtube.com/veritasbangla
Add new comment