কুলাউড়ায় ইটাছড়া পুঞ্জিতে খ্রিষ্টান জুমচাষিদের ওপর হামলা, গির্জাঘর ভাংচূড়

পুঞ্জিতে খ্রিষ্টান জুমচাষিদের ওপর হামলা, গির্জাঘর ভাংচূড়

গত ৯ নভেম্বর বিকেলে কুলাউড়ার ইটাছড়া পুঞ্জিতে খ্রিষ্টান জুমচাষিদের ওপর হামলা, গির্জাঘর ভাংচূড়ের এই ঘটনাটি ঘটে। পুঞ্জিটি লক্ষ্মীপুর ধর্মপল্লীর অধীনে। সেখানে ৫০টি আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের খ্রিষ্টান পরিবার বংশপরম্পরায় বসবাস করে আসছে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার খ্রিষ্টান জুমচাষিদের ওপর হামলা করেছে একশ্রেণির ভূমিদস্যুরা। ভাংচূড় করেছে গির্জাঘর।

লক্ষ্মীপুর ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত যোসেফ গমেজ ওএমআই বলেন, বেশ কিছু দিন ধরে পুঞ্জির অধিবাসী জসপার আমলরং-এর জমি দখল করে রেখেছিলো স্থানীয় প্রভাবশালী রফিক মিয়া।

গতকাল মাত্র প্রশাসনের পক্ষে র‌্যাব ও পুলিশের যৌথ উদ্যোগে অবৈধ দখলে থাকা ব্যক্তিদের উচ্ছেদ করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রশাসনের লোকজন চলে যাওয়ার পরই লাঠিসোটা নিয়ে আবার পুঞ্জির লোকজনের ওপর হামলা করে।

এতে একজন গুরুতর আহত হন। হামলাকালে পুঞ্জির গির্জা ঘরটির জানালা ভেঙে ফেলে, ধর্মীয় দ্রব্যাদি তছনছ করে ও দরজা ভাঙার চেষ্টা করে। নিরাপত্তাহীনতায় রয়েছে সেখানকার আদিবাসী লোকজন।
এই ঘটনার পরই আবার প্রশাসন তৎপর হয়। বর্তমানে সেখানে গ্রাম্য পুলিশ অবস্থান করছেন বলে জানিয়েছেন ফাদার যোসেফ।
গত ২৭ সেপ্টেম্বর রফিক মিয়া ভুয়া দলিল দেখিয়ে জসপার আমলরং-এর পাঁচ একর জমি দখলে নেন। গত দেড় মাসে রফিক এই জুম থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার পান বিক্রি করেছে বলে জানিয়েছে জসপার।
জসপার বলেন, ‘আমি ক্যান্সর আক্রান্ত মানুষ। উৎপাদিত পানের টাকাই আমার আয়ের একমাত্র উৎস। আমাদের ওপর হামলার বিচার চাই।’- ডিসিনিউজ 

Add new comment

11 + 8 =