Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও’র ঈদের শুভেচ্ছা
Tuesday, May 26, 2020
কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও'র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর ফেসবুক পেজে লিখেন: “প্রিয় মুসলমান ভাই-বোনেরা, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ উপলব্ধি করছি, মহামারির কারণে, গৃহবন্দি হয়ে, রোজাকালের পরিসমাপ্তিতে, অনেক সীমাবদ্ধতা নিয়ে আপনাদেরকে ঈদ-উৎসব করতে হচ্ছে।
আপনাদের এই কষ্টবেদনার সাথে আজ আমরা প্রার্থনা ও সমবেদনায় বিশেষভাবে একাত্ম। সকল খ্রিস্টান সম্প্রদায় ও আমার নিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই : ঈদ নিয়ে আসুক ঘরে ঘরে করুণাময় প্রভুর সাথে, পরিবারে সকলের সাথে ও সকল বিশ্ববাসীর সাথে ভ্রাতৃত্ব এবং মিলনের সুখ ও আনন্দ। ঈদ-মোবারক।”- বিডি খ্রিস্টান নিউজ ।
Add new comment