কারিতাস বাংলাদেশের নতুন চেয়ারম্যান বিশপ রমেন বৈরাগী ও নতুন নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও’কে অভিনন্দন

ছবি : সংগৃহীত

গত ২১ মে ২০২১ খ্রিস্টাব্দে সিবিসিবি সেন্টারে কারিতাস বাংলাদেশ-এর জেনারেল বডির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় কারিতাস বাংলাদেশ-এর নতুন চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকের নাম ঘোষণা করা হয়েছে।

কারিতাস বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনার বিশপ জেমস্ রমেন বৈরাগী এবং নতুন নির্বাহী পরিচালক হলেন সেবাষ্টিয়ান রোজারিও তাদেরকে অভিনন্দন।   

সেবাষ্টিয়ান রোজারিও এর আগে একই প্রতিষ্ঠানের অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবনিযুক্ত চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকের দায়িত্বপ্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ। তাঁরা বলেন, ‘কারিতাস বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান বিশপ রমেন বৈরাগী এবং নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিওকে অভিনন্দন জানাই নতুন দায়িত্ব পাওয়ার জন্য। সেই সাথে তাদের জন্য শুভ কামনা করি, তারা যেন নিজ নিজ দায়িত্ব সুন্দর ও সফলভাবে পালন করতে পারেন। ঈশ্বর তাঁদের মঙ্গলাশিস দান করুন।’

বর্তমানে কারিতাস বাংলাদেশ-এর ৯১টি প্রজেক্ট চলমান রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী, উন্নত ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে কারিতাস বাংলাদেশ-এর পাঁচ হাজারের অধিক কর্মী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

Add new comment

1 + 1 =