কলকাতা ভিয়ান্নি হোমে উদযাপিত হল সাধু জন মেরি ভিয়ান্নির পর্ব

গত ৪ঠা আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ, কলকাতা ভিয়ান্নি হোমে উদযাপিত হল সাধু জন মেরি ভিয়ান্নির পর্ব দিবস। যিনি ছিলেন সমস্ত ডায়সিসিয়ান পুরোহিতদের এবং সমস্ত পালক পুরোহিতদের আদর্শ।

সেই উপলক্ষে কলকাতা আর্চ ডায়োসিসের  পক্ষ থেকে সকল পুরোহিত ভাইদের উদ্দেশ্যে পর্বীয় প্রীতি ও শুভেচ্ছা জানানো হয়। পবিত্র খ্রীষ্টযোগ এবং  একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন করা হয় কলকাতার  ভিয়ান্নি হোমে।

  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা আর্চ ডায়োসিসের  পক্ষ থেকে ভিকার জেনারেল ফাদার ডমিনিক গমেজ। তিনি বলেন, "আসুন আমরা একে অপরের জন্য এবং আমাদের ভাই পুরোহিতদের জন্য প্রার্থনা করি যে, আমাদের পৃষ্ঠপোষক  সাধু জন মেরি ভিয়ান্নির  যেন সমস্ত যাজকদের জন্য মধ্যস্থতা প্রার্থনা করেন পিতা ঈশ্বরের কাছে"।

তিনি সকল পুরোহিত ভাইদের উদ্দেশ্যে বলেন যে, খ্রীষ্টমন্ডলকে সেবা করার জন্য ঈশ্বর তাদের যে আহ্বান জানিয়েছেন তারা যেন তা পবিত্রতা এবং বিশ্বস্ততার সাথে পালন করতে পারেন তার জন্য প্রার্থনা করতে।

সমস্ত রকম ধর্মীয় সংস্কার  পরিচালনা এবং ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য তিনি সকল পূরোহিত ভাইদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে আহ্বান জানান। 

তিনি আরো বলেন যে, প্রভুকে ভালবাসতে এবং তার ভালবাসায় আরও অনেককে নিয়ে আসার জন্য অন্যদের উৎসাহী  করে তুলতে হবে।

 

Add new comment

11 + 0 =