Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
কলকাতার সাধ্বী মাদার তেরেসার ১১১তম জন্মদিন পালন
গত ২৬শে আগস্ট ২০২১, পরম করুণাময়ী কলকাতার, সাধ্বী মাদার তেরেসার ১১১ তম জন্মদিন পালন করা হলো।
প্রার্থনার প্রতিপাদ্য বিষয় ছিল "আমরা প্রত্যেকেই আমাদের প্রভুর দ্বারা চালিত যন্ত্র।"
২০১৭ সালে কলকাতার সাধ্বী মাদার তেরেসা, ক্যাথলিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল -এর পৃষ্ঠপোষক হিসেবে ঘোষিত হন, তাই ক্যাথলিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে কলকাতার এ.জে.সি. বোস রোডে অবস্থিত মাদার হাউসে, এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। সমাজের সর্বস্তরের মানুষকে একইভাবে অংশ নিতে দেখা যায় এই প্রার্থনা সভায়।
এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন কলকাতা আর্চডায়োসিসের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার ডমিনিক গমেস, কলকাতার ডিন শ্রদ্ধেয় ফাদার মলয় ডি'কস্তা, ফাদার ওরসন ওয়েলস, চার্চ অফ আওয়ার লেডি অফ ভিলানকান্নির পালোক পুরোহিত এবং হাওড়ার সেন্ট অ্যালয়েসিয়াস স্কুলের অধ্যক্ষ শ্রদ্ধেয় ফাদার দেবরাজ ফার্নান্ডেস।
এরপর মিশনারিজ অফ চ্যারিটির জেনারেল শ্রদ্ধেয় সিষ্টার প্রেমা এই বিশেষ দিনটিতে এক বিশেষ বার্তার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন, ফাদার ডমিনিক গোমেস, ফাদার দেবরাজ ফার্নান্ডেস এবং যেখানে উপস্থিত সকল খ্রীষ্টভক্ত মন্ডলী সমবেত ভাবে ঐশ্ব করুনার আধার প্রার্থনায় অংশগ্রহণ করেন।
এরপর ফাদার ওরসন ওয়েলস পবিত্র স্যাক্রামেন্টের আরাধনা চলাকালীন যেখানে উপস্থিত ক্যাথলিক অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সদস্যদের সাথে তার একটি অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, যখন তিনি প্রথমবার রোমে গিয়েছিলেন তখন সেখানে তিনি মাদার তেরেসার আশীর্বাদ লাভ করেন এবং যেখানে তিনি বলেছিলেন যে 'আমরা প্রত্যেকেই আমাদের প্রভুর দ্বারা চালিত যন্ত্র'। এরপর ফাদার মলয় ডি'কস্তা বাইবেল পাঠ করেন এবং ক্যাথলিক অ্যাসোসিয়েশন অব বেঙ্গল -এর নির্বাহী কমিটির সদস্যদের প্রত্যেকে দশটি মধ্যস্থতাকারী প্রার্থনা পাঠ করেন।
বাংলায় মধ্যস্থতাকারী প্রার্থনাগুলি শ্রদ্ধেয় ফাদার মলয় অন্যান্য সকল খ্রীষ্টভক্তদের সাথে পরিচালনা করেন। ফাদার দেবরাজ ফার্নান্ডিস এবং নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা মিলে ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত সকলকে। প্রথমেই সকল কাজের জন্য সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানানো হয়, তাঁর পরমজ্ঞানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়, আমাদের প্রতি তাঁর সকল যত্নের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং পরিশেষে ঈশ্বর প্রদত্ত সকল আশীর্বাদের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
ফাদার ওরসন ওয়েলসের পরিচালনায় সকলে সমবেত হয়ে পিতা ঈশ্বরের উদ্দেশ্যে সেই বিশেষ প্রার্থনা যা প্রভু যীশু আমাদের শিখিয়েছিলেন সেই প্রার্থনা উচ্চারণ করা হয়। সবশেষে বেনডিকশন এবং সমাপনী প্রার্থনা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন ভিকাশ জেনারেল ফাদার ডমিনিক গোমেস।
এরপর ক্যাথলিক অ্যাসোসিয়েশন অব বেঙ্গল -এর সভাপতি মিসেস অ্যাঞ্জেলিনা জাসনানি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
পরিশেষে মাদার তেরেসার প্রিয় গানটি 'আমায় তোমার শান্তির দূত ক'রো' এই গানটির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Add new comment