কলকাতার সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন নীতিকা ডন বস্কো

সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন নীতিকা ডন বস্কো

করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন সময় কলকাতার নীতিকা ডন বস্কো সাধারণ মানুষের মানসিক, আধ্যাত্বিক এবং শারীরিক উন্নতির জন্য তাদের  পাশে  দাড়িয়েছেন। 

গত ১৬ই মে থেকে জুনের শেষ পর্যন্ত (প্রত্যেকটি রবিবার) আরোগ্য  লাভের জন্য প্রায় দশটি লাইভ উপাসনার আয়োজন করা হয়েছিল যেখানে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা অংশগ্রহণ করেছিল। 

নীতিকা ডন বস্কোর তৎকালীন আধিকারিক ফাদার  গিলবার্ট প্রায় ২০টিরও বেশি ভাষায়, সাধারণ মানুষ ও তাদের পরিবারকে এই সংকটপূর্ণ পরিস্থিতিতে মানসিকভাবে সাহায্য করার জন্য ১০০টি  অনলাইন পরামর্শদাতাদের সঙ্গে আলোচনার সুযোগ করে দিয়েছিলেন। 

“অনেক পরিবারই তাদের পরিবারের সদস্যদের হারিয়ে যাওয়ার অসহনীয় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। কোথাও কোথাও আবার পুরো পরিবার কোভিড -১৯ দ্বারা আক্রান্ত হয়েছে। তাদের এই অসহায় অবস্থায় যেমন আধ্যাত্বিক সহায়তার প্রয়োজন তেমন অনেকেরই আবার মনের  সান্তনার প্রয়োজন" এমনটাই মনে করেন  এই কাউন্সেলিং সার্ভিসের সমন্বয়কারী, ফাদার গিলবার্ট।

এর দুদিন পরে, ১৮ই মে  নীতিকা ডন বস্কো  থেকে বিনামূল্যে ডাক্তারের পরামর্শ, নিখরচায় রক্ত ​​পরীক্ষা, আরটি-পিসিআর এবং ফ্রি হাইজিন কিটস প্রদানসহ, বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করা হয়েছিল।

এগুলি ছাড়াও "নীতিকা" স্থানীয় অসহায় মানুষদের  মধ্যে প্রায় ১০০০ প্যাকেট  শুকনো রেশন বিতরণ করেছিল। “এক মাসের মধ্যে  নীতিকা ডন বস্কোতে ৭০০  জনেরও বেশি রোগী, চিকিৎসার জন্য এসেছিলেন। এই সুবিধাগুলি দরিদ্রদের জন্য খুব সময়োচিত ছিল কারণ তাদের অনেকেই কোভিড সংক্রান্ত ভয় এবং ব্যয়ের কারণে,  অসুস্থতা থাকলেও  হাসপাতালে যেতে পারছিলেন না।" বললেন এই বিনামূল্যে চিকিৎসা কেন্দ্রের তৎকালীন আধিকারিক ফাদার  গিলবার্ট।

এক সপ্তাহের বিরতির পর গত ৫ই জুলাই থেকে এই  মেডিকেল পরিষেবা অব্যাহত রয়েছে সাধারণ মানুষের জন্য। প্রথম মাসে আমাদের দুইজন ধর্মীয় বোন-নার্স,  সিস্টার লুসি আব্রাহাম এফ.সি. এবং  সিস্টার আসুনতা গোমস এস.জে.সি. তাদের    সহায়তা করেছিলেন। 

"সালেসিয়ান সম্প্রদায় তাদের এবং তাদের ধর্মপ্রদেশগুলিকে এই মহান পরিষেবা প্রদানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। ৫ই জুলাই থেকে আমাদের আরও দুটি বোন রয়েছেন আমাদের সাথে, যারা হলেন সিস্টার আনুশা এফ.সি. এবং সিস্টার ফুলকারিয়া আর.এন.ডি.এম," বললেন ফাদার গিলবার্ট। 

নীতিকা ডন বস্কো সেই সাথে ডাঃ হর্ষ সিংয়ের প্রতিও কৃতজ্ঞতা জানায় যিনি, সেই সমস্ত অসহায়, হতদরিদ্র মানুষদের চিকিৎসার মাধ্যমে প্রতিদিন সেবাদান করছেন।- তেরেজা রোজারিও

Add new comment

3 + 2 =