কলকাতার নিউটাউনের নিরাপত্তা নিয়ে পুলিসের অভিনব প্রয়াস

কলকাতার নিউটাউনের নিরাপত্তা নিয়ে পুলিসের সঙ্গে এবার সমন্বয় বজায় রেখে কাজ করবেন স্থানীয় বাসিন্দারা। অপরাধ সংক্রান্ত কোনও খবর বা আগাম সন্দেহ থাকলে তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় জানাবেন তাঁরা। তার জন্য একটি বিশেষ প্রতিনিধি দলও তৈরি করা হয়েছে। স্বেচ্ছায় ‘পুলিস ইনফরমার’-এর দায়িত্ব পালনে তিনটি অ্যাকশন এরিয়া নিয়ে ১২০ জনের একটি প্রতিনিধি দল এই কাজ করবে। পুলিস প্রশাসনের পাশাপাশি আমজনতাও নিউটাউন সুরক্ষিত রাখতে ০৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার থেকে সদা ‘প্রহরী’র ভূমিকায়।  

রবিবার ০৫ সেপ্টেম্বর ২০২১, সকালে নাগরিক সুরক্ষা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে বাসিন্দা সংগঠন, ‘নিউটাউন ফোরাম অ্যান্ড নিউজ’। সেখানে আমন্ত্রণ জানানো হয়, বিধাননগর পুলিসের নিউটাউন জোনের ডেপুটি কমিশনার (ডি সি) বিশপ সরকার। সেখানেই সম্প্রতি নিউটাউনে ঘটে যাওয়া একাধিক ছিনতাইয়ের ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার বিষয়ে পুলিসের সঙ্গে হাত লাগানোর প্রস্তাব দেন। এদিনের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, তিনটি অ্যাকশন এরিয়াভিত্তিক আলাদা আলাদা প্রতিনিধি দল তৈরি করা হয়েছে। 

ফোরামের তরফে সমরেশ দাস জানিয়েছেন, এই বিশেষ কাজ করার জন্য ২৫০ জন নিউটাউনবাসী ভার্চুয়াল মাধ্যমে আবেদন জানিয়েছিলেন। প্রতিটি দলে রয়েছেন ওই অ্যাকশন এরিয়ার গড়ে ৩৫ জন সদস্য। একইসঙ্গে, অ্যাকশন এরিয়াগুলির একটি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তাতে রয়েছেন স্থানীয় থানার আইসিরা। এলাকাভিত্তিক কোনও অপরাধের খবর পেলে বা কোনও ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তা ওই গ্রুপে জানাবেন ‘ইনফরমার’রা। কোনও অভিযোগ কানে এলেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যাবেন স্থানীয় থানার আধিকারিকরা। এবিষয়টি নিশ্চিত করেন নিউটাউনের ডেপুটি কমিশনার। একটি নম্বরও শেয়ার করেছেন ডিসি। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও খবর দিতে পারবেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। পাশপাশি, নারীসুরক্ষা নিয়েও বিশেষ উদ্যোগী বিধাননগর পুলিস। প্রতিবেদন – অতনু দাস।

 

Website: https://bengali.rvasia.org

YouTube: http://youtube.com/veritasbangla

Add new comment

3 + 12 =