Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
কলকাতার অসহায়, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালো "ক্যাথলিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল"
যখন থেকে অতিমারি 'করোনা' জাতির উপর প্রভাব ফেলেছে, তখন থেকেই ক্যাথলিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং তাদের সভাপতি শ্রীমতি অ্যাঞ্জেলিনা মান্টোশ জাসনানী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের অসহায়, হতদরিদ্র মানুষের সেবায় নিজেদের হাত বাড়িয়ে দিয়েছেন।
বিভিন্ন গীর্জা এবং প্যারিশগুলিতে দুস্থ মানুষদের জন্য রেশন বিতরণ এবং সরকারি নিয়ম মেনে সাধারণ খ্রীষ্ট ভক্তরা যেন গীর্জা ঘর গুলিতে আসতে পারেন সেদিকে বিশেষ দৃষ্টি রেখে ছিল। এই সংকট পূর্ণ মুহূর্তেও ক্যাথলিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ, মেদিনীপুর, বারাসত, হলদিয়া, খড়গপুরের মতো জায়গাগুলি পরিদর্শন করে এবং দুঃস্থ মানুষদের জন্য প্রয়োজনীয় রেশন এবং জামা-কাপড় বিতরণ করে।
একটি স্বেচ্ছাসেবক সংগঠন এবং প্রত্যেকটি প্যারিসের সিএবি সদস্যরা যখন যে যেখানে ডেকেছেন তারা তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি করা, রক্তদান শিবিরের আয়োজন, টিকা দেওয়ার ব্যবস্থা করা, বয়স্ক এবং শিশুদের চিকিৎসা, আহারের ব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্রব্যাদির সংস্থান করতে সিএবি সদস্যগণ সর্বদা প্রস্তুত রয়েছেন।
সিএবি, গ্রামীণ অঞ্চলের মানুষদের বিশেষ করে যারা ঘূর্ণিঝড় আম্ফান এবং ইয়াশ দ্বারা আক্রান্ত হয়েছিল তাদের সহায়তা করেছে, তারা সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে বাড়ি বাড়ি ঘুরে সেই সমস্ত সংবেদনশীল মানুষদের আর্থিক এবং মানসিকভাবে সাহায্য করে মানবিকতার নজির গড়েছে সমাজের কাছে। ক্যাথলিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর প্রত্যেকটি সদস্যের একটাই লক্ষ্য যেন সমাজের কোন অবহেলিত মানুষ অভুক্ত না থাকে।
ক্যাথলিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি শ্রীমতি অ্যাঞ্জেলিনা মান্টোশ জাসনানী বলেন ' যারা এই পরীক্ষার সময় আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তাদের সকলের জন্য আমরা কৃতজ্ঞ, সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রত্যেককে কোন একটি বিশেষ কাজের জন্য মনোনীত করেছেন তাই, আমরাও সেই কাজ উৎসাহের সঙ্গে করে চলেছি এর মধ্যে দিয়েই আমাদের প্রকৃত আনন্দ।'
Add new comment