করোনা মহামারীর কারণে সীমিত আকারে অনুষ্ঠিত হলো এবারের মহান সাধু আন্তুনীর পর্ব উৎসব

Photo credit : Ripon Tolentino

গতকাল ১৩ জুন, বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পাদুয়ার মহান সাধু আন্তনীর মহা পর্ব উৎসব পালিত হয়। কিন্তু করোনা মহামারীর জন্য এইবছর বাংলাদেশের সর্ব বৃহৎ তীর্থ উৎসব গাজীপুর কালীগঞ্জের পানজোড়াতে প্রতিবছরের মত অনুষ্ঠিত হয়নি মহান সাধু আন্তনীর পর্ব উৎসব। ধর্মপল্লীর খ্রিস্টভক্তদের নিয়ে সীমিত পরিসরে পালিত হয় আন্তনীর পর্ব।

অন্যদিকে, নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত বক্সনগর পাদুয়ার সাধু আন্তনীর গির্জাতে অনুষ্ঠিত হয় সাধু আন্তনীর পর্ব উৎসব। এই পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন.ডি ক্রুশ, ওএমআই । এছাড়াও খ্রিস্টযাগে উপস্থিত ছিলো হাসনাবাদ ধর্মপল্লীর ফাদার, সিস্টার ও অনেক খ্রিস্টভক্ত ।  খ্রিস্টযাগের পর পর ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন.ডি ক্রুশ এর প্রথম বক্সনগর আগমনের জন্য ফুলের মালা ও উপহার প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও সন্ধায় ৮টায় ঢাকা  তেজগাঁও ধর্মপল্লীতেও খ্রিস্টযাগ উৎসর্গ করা হয় এই মহান সাধু আন্তনীর পর্ব উপলক্ষ্যে । খ্রিস্টযাগটি উৎসর্গ করেন বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ ।

উল্লেখ্য, তেজগাঁও ধর্মপল্লীতেও অনুষ্ঠিত খ্রিস্টযাগটি প্রবাসী বাংলাদেশীর বিশেষ অনুরোধে বিশপ শরৎ ফ্রান্সিসের মধ্য দিয়ে তা অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগটি সরাসরি সম্প্রচার হয় সাপ্তাহিক প্রতিবেশীর ফেইজবুক পেইজ থেকে। এই খ্রিস্টযাগে উপস্থিত ছিলো ধর্মপল্লীর ফাদার, সিস্টার ও সীমিত সংখ্যক খ্রিস্টভক্ত।

ঢাকা মহাধর্মপ্রদেশের নাগরী ধর্মপল্লীর পানজোড়াতে প্রতি বৎসর ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে সাধু আন্তনীর তীর্থ অনুষ্ঠান হয়। এতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার আন্তুনী ভক্ত অংশগহণ করে থাকে। দেশের বাইরে থেকে অনেক আন্তুনী ভক্ত উপস্থিত হন সেই পর্ব উৎসবে  যোগদানের জন্য । কিন্ত এবারে মহামারীর কারণে অনুষ্ঠিত হতে পারেনি এইভাবের তীর্থৎসব।

Add new comment

2 + 4 =