করোনা উপসর্গে মারা যাওয়া খ্রিষ্টান নারীর মর দেহ দাফন করল মুসলিম সংগঠন

Photo Credit to Owner

সিন্দা মেরি স্টেলা রায় ২৯ জুন, রাতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের আউসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে আল মানাহিলের রেস্কিউ টিম গিয়ে তার লাশ আউসিইউ থেকে বের করে গোসল করিয়ে রাতের জন্য তার লাশ ফ্রিজারে রাখে।

৩০ জুন সকালে টিম মানাহিল তার লাশ ফ্রিজার থেকে নিয়ে পাথরঘাটার ক্যাথেড্রাল চার্চে নিয়ে যায়।

পরবর্তীতে সেখানকার কবরস্থানে আল মানাহিলের কর্মীরা লাশ দাফন করেন।

প্রত্যেক মানুষের মৃত্যুই আমাদের ব্যথিত করে। কিন্ত চরম বাস্তবতার এই মুহূর্তে লাশের স্বজনদের সামান্য এই উপকারটুকু করতে পেরে আমরা পুলকিত অনুভব করি। আল মানাহিল একটি ইসলামিক সংগঠন। এবং ইসলামিক ভাবধারায় উজ্জীবিত হয়েই আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সেবা করে যাব, এটাই আমাদের প্রত্যয়। (সুত্র: আল মানাহিল ফেসবুক পোস্ট)

 

Add new comment

16 + 1 =