Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারিরূপে ছড়িয়ে পড়ায় সকল মানুষের জীবনে এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে বিশেষভাবে দরিদ্র দেশগুলিতে খেটে খাওয়া দীন মজুর ও অসহায় জনগোষ্ঠি মানুষের জীবনের দু:খ কষ্ট আরো বেড়ে গিয়েছে।
করোনাকালীন সময়ে রাজশাহীর পবায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহায়তা প্রদান করেছে।
এই মহামারী করোনাকালে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে উপজেলার দর্শনপাড়া, দামকুড়া, হুজুরীপাড়া ও হরিপুর ইউনিয়ন এবং নওহাটা পৌরসভায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে প্রত্যেক পরিবারে ২০ লিটার ধারণ ক্ষমতার ১টি প্লাষ্টিককের গামলা, ২০ লিটার ধারণ ক্ষমতার ১টি ট্যাপকলযুক্ত বড় বালতি, ১টি সাবান কেস, ৫টি বড় স্যাভলন সাবান, ১০টি কাপড়ের মাস্ক, ২ বক্স নেপকিন ও ১কেজি ডিটারজেন্ট পাউডার প্রদান করা হয়।
এছাড়াও ১৬শ’ জন আর.সি শিশুর মায়েদের প্রত্যেককে ৫টি মাস্ক ও ২টি বড় স্যাভলন সাবান প্রদান করা হয়।
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৩০০টি পরিবারের মাঝে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
Add new comment