Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
এসো রোজারিমালা প্রার্থনা করি, কুমারী মারীয়ার আদর্শে জীবন গড়ি
গত অক্টোবর মাসে সাধ্বী রীতা’র র্ধমপল্লীতে, র্ধমপ্রদশেীয় ফ্যামিলি রোজারি মিনিস্ট্রি’র এর আয়োজনে অনুষ্ঠিত হলো যুবাদের নিয়ে বিশেষ সেমিনার।
“এসো রোজারমিালা র্প্রাথনা করি, কুমারী মারীয়ার আর্দশে জীবন গড়ি” এই মূলসুররে উপর ভিক্তি করে দুইদিন ব্যাপি অনুষ্ঠতি হলো এই যুবা সেমিনার।
মা মারীয়ার গ্রটোর সামনে রোজারমিালা র্প্রাথনার করার মধ্যদিয়ে এই সেমিনার শুরু করা হয়।
মূলসুররে উপর প্রাণবন্ত উপস্থাপনা রাখনে ফাদার প্রশান্ত আইন্দ। তিনি বলেন, “মা-মারিয়া হলেন আমাদের সবার মা তাই তিনি আমাদের সবাইকে তার সন্তানের মতো ভালোবাসেন। তাই আমাদের দায়িত্ব হলো প্রতিদিন রোজারিমালা প্রার্থনা করার মধ্যদিয়ে আমরা যেন আমাদের ভক্তি ও ভালোবাসা মায়ের প্রতি প্রর্দশন করি।”
অন্যদিকে পাল-পুরোহতি ফাদার দিলীপ এস. কস্তা সম্প্রতি প্রকাশতি তার “প্রণাম মারীয়া: দয়াময়ী মাতা” বই এর আলোকে মা মারীয়ার বিষয়ে সহভাগিতা করনে যা যুবাদের জন্য ছিলো খুবই গুরুত্বপুণ্য।
উক্ত সেমিনারে হাইস্কুল, কলজে ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।- মনিষা গমেজ
Add new comment