এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাথলিক ডক্টরস (এবিসিডি)-এর নতুন কার্যকরী পরিষদ গঠন

এবিসিডি-এর নতুন কার্যকরী পরিষদ

বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টান চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন ‘এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাথলিক ডক্টরস (এবিসিডি)’- এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনী (সিবিসিবি) সেন্টারে ।

এই সভায় সভাপতিত্ব করেন এবিসিডি'র এড-হক কমিটির আহ্বায়ক ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনী (সিবিসিবি)-এর বর্তমান সাধারণ সম্পাদক, ময়মনসিংহ ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ, স্বাস্থ্য সেবা সম্পর্কিত এপিসকপাল কমিশন ও পরিবার জীবন পরিষদের চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় বিশপ পনেন পল কুবি সিএসসি, স্বাস্থ্য সেবা সম্পর্কিত কমিশনের সম্পাদিকা মিসেস লিলি আন্তনীয়া গমেজ, এবিসিডি-র আধ্যাত্মিক উপদেষ্টা ফা. লিন্টু কস্তা এবং অন্যান্য চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীবৃন্দ।

সভাটি পরিচালনা করেন এবিসিডি-র এড-হক কমিটির সদস্য সচিব ডা. নেলসন ফ্রান্সিস পালমা। প্রার্থনা দিয়ে সভা শুরুর পর কোরাম পূর্তির ঘোষণা দেন ডা. নেলসন। সভায় আলোচ্য বিষয়গুলো অনুমোদন করা হয়। এরপর বক্তব্য রাখেন মিসেস লিলি, ফা. লিন্টু এবং শেষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পরম শ্রদ্ধেয় বিশপ পনেন পল কুবি সিএসসি।

এরপর সদস্য সচিবের রিপোর্ট পাঠ করেন ডা. নেলসন এবং আর্থিক বিবরণী পেশ করেন এড-হক কমিটির সদস্য ডা. ফ্রান্সিসকা রিনিক গমেজ। উভয় রিপোর্ট সভায় আলোচনার পর তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

এবিসিডি-র কার্যকরী পরিষদ (২০২১-২০২৩) নির্বাচনের উদ্দেশ্যে ৩ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয় যার প্রধান হিসেবে ছিলেন পরম শ্রদ্ধেয় বিশপ পনেন পল কুবি সিএসসি, বাকি সদস্যরা ছিলেন মিসেস লিলি গমেজ ও ফা. লিন্টু কস্তা।

নতুন কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, সভাপতিঃ ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও, সাধারণ সম্পাদকঃ ডা. নেলসন ফ্রান্সিস পালমা, কোষাধ্যক্ষঃ ডা. ফ্রান্সিসকা রিনিক গমেজ, সদস্য-১. ডা. আলবার্ট পবন রোজারিও ও সদস্য-২. ডা. সিলভিয়া স্যান্ড্রা রিবেরু।

বিশপ পনেন পল কুবি সিএসসি নব নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান । নব নির্বাচিত সভাপতি ডা. পল্লব নির্বাচন কমিশনের সদস্যদের এবং উপস্থিত এবিসিডি-র সদস্য-সদস্যাদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এবিসিডি সামনে আরো এগিয়ে যাবে এবং খ্রিস্টের আদর্শে মানবতার সেবায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে যাবে। এরপর পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয় প্রার্থনা ও আশীর্বাদের মধ্য দিয়ে উক্ত বিশেষ সভা সমাপ্ত করেন।- ডা. নেলসন ফ্রান্সিস পালমা

Add new comment

14 + 2 =