এশিয়ার কাথলিক মিডিয়া জগতের গুরুত্বপূণ্য ব্যক্তিত্ব ফাদার এলারস, এসভিডি’র মহাপ্রয়াণ

ফাদার এলারস, এসভিডি

গত ১৩ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দে, আমা‌দের সকলকে কাঁদিয়ে নীরবে চির নিদ্রায় শায়িত হলেন শ্রদ্ধেয় ফাদার এলারস, এসভিডি ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

জন্মসূত্রে তিনি ছিলিন জার্মানী নাগরিক । তিনি ১১ মে, ১৯৩২ সালে জন্মগ্রহন করেন। তিনি ছিলেন এশিয়ার কাথলিক মিডিয়া জগতের একজন গুরুত্বপূণ্য ব্যক্তিত্ব।

তিনি একজন যোগাযোগের লুমিনারি, লেখক এবং শিক্ষক হিসেবে বিশেষ ভাবে সকলের কাছে পরিচিত। ফাদার এলারস সামাজিক যোগাযোগের এফএবিসি অফিসের নির্বাহী সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

তিনি বেশ কয়েকটি বই এবং বিদ্বান নিবন্ধ রচনা করেছেন ।  তিনি রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) নেতৃত্ব দিয়েছেন এবং ধর্ম ও সামাজিক যোগাযোগের জন্য এশিয়ান গবেষণা কেন্দ্রের পরিচালক হিসাবে কাজ করেছেন।

 

তাঁর অবদানের জন্য আজও ‌তি‌নি আমা‌দের কা‌ছে চির স্মরণীয় হ‌য়ে থাক‌বেন। এশিয়া তথা সমগ্র কাথলিক মি‌ডিয়া জগৎ আজও তাঁর কা‌ছে চির কৃতজ্ঞ। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা ক‌রি।

Add new comment

8 + 2 =