Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
উপার্জনহীন ও দুর্দশাগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন
করোনার মহামারিতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায়, উপার্জনহীন ও দুর্দশাগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। এসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে চাল, ডাল, আটা, লবণ, আলু, সাবান, তেল, লবণ দেওয়া হয়েছে। সুরক্ষার জন্য কোথাও দেওয়া হয়েছে মাস্কসহ করোনা প্রতিরোধক সামগ্রী।
এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও বলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন প্রায় দুই হাজার দুর্দশাগ্রস্ত পরিবারকে এ সময় সহযোগিতা করেছে। সামনে আরো সহযোগিতা করা হবে। যারা এ এসোসিয়েশনের আহ্বানের ত্রাণকাজে এগিয়ে এসেছেন, তাদের ধন্যবাদ জানান তিনি।
যে সব জায়গায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে সেই গুলো হলো, উত্তরখান থানা শাখা, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, গাজীপুর মহানগর শাখা, মোহাম্মদপুর থানা শাখা, যশোর জেলা শাখা, মিরপুর থানা শাখা, গোপালগঞ্জ শাখা আর ভাটারা শাখা ।
যারা এই ত্রাণসামগ্রী পেয়েছে তারা সবাই এই সুন্দর কাজের জন্য বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনকে ধন্যবাদ জানান।
Add new comment