ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলী, সিএসসি’র ৪৩তম মৃত্যু বার্ষিকী

মাত্র ৫৭ বছর বয়সে ১৯৭৭ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলী, সিএসসি’র মৃত্যুবরণ করেন।

আজ তাঁর ৪৩তম মৃত্যু বার্ষিকী।

বাংলার প্রথম বাঙালি আর্চবিশপ ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর সহজ-সরল, নম্র-ভদ্র, দীন-হীন, ত্যাগময় এবং দানশীল জীবন-যাপন সাধুতার পথেই বিচরণ।

তিনি মানুষের প্রতি ভালবাসার মধ্যদিয়ে ন্যায়-ত্যাগের দ্বারা সুসংহত সমাজ ও পৃথিবী গড়ে তোলার স্পষ্ট আহ্বান জানিয়েছেন। তিনি ছিলেন বাংলার মানুষের প্রাণ পুরুষ। যিনি নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন মানবের সেবার তরে।

মৃত্যুর পূর্বে আর্চবিশপ লরেন্স গ্রেনার বলেছেন, “আর্চবিশপ গাঙ্গুলীর বিশ^াস ও আত্মত্যাগ এত গভীর ছিল যে, ঈশ^র মানুষের সেবায় তাঁর দেবার মত আর কিছুই অবশিষ্ট ছিল না”। ঈশ^রের সেবক আর্চবিশপ টিএ গাঙ্গুলী তাঁর সবকিছুই অকাতরে বিনামূল্যে বিলিয়ে দিয়ে রিক্ত, নিস্ব হয়েছেন।

পৃথিবীতে থেকেও তিনি স্বর্গের গুরুত্ব বুঝেই এ অস্থির, অশান্ত-শান্তিহীন পৃথিবীতে মনে করতেন পৃথিবী আরো বেশি অর্থপূর্ণ হতে পারে আনন্দ-শান্তি, পারস্পরিক সম্পর্ক ও ভালবাসায় জীবন-যাপনের মাধ্যমে। তিনি তাঁর জীবন দিয়ে আমাদেরকে শেখান নম্রতা, ত্যাগস্বীকার ও সহনশীলতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা।

আর্চবিশপ টিএ গাঙ্গুলীর চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে খ্রিস্টভক্তগণ তাঁকে সাধুশ্রেণীভুক্তকরণের অনুরোধ করেন। খ্রিস্টভক্তগণ প্রত্যাশা করতে থাকেন যে আর্চবিশপ থিওটোনিয়াাস অমল গাঙ্গুলী শিঘ্রই সাধু হবেন।

আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর মৃত্যুর ২৯ বছর পর ২০০৬ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর বিশ্বজনীন মন্ডলী তাঁকে ‘ঈশ্বরের সেবক’ উপাধিতে ভূষিত করেন।

‘ঈশ্বরের সেবক’ উপাধি হলো সাধুশ্রেণীভুক্তকরণের প্রথম পর্যায়। পর্যায়ক্রমে তিনি পূজনীয় ও ধন্যশ্রেণীভুক্তকরণের নির্দিষ্ট প্রক্রিয়া সমাপ্ত করে সাধুশ্রেণীভুক্ত হবেন তা আমাদের সকলেরই প্রত্যাশা।

আশাপ্রদ দিক হলো যে, ইতোমধ্যে ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর বিষয়ে ধর্মপ্রদেশীয় অনুসন্ধানের কাজ সমাপ্ত করে গত এপ্রিল ২০১৯-এ পোপ মহোদয়ের দপ্তরে সমস্ত রিপোর্ট ও দলিল দস্তাবেজ জমা দেওয়া হয়েছে।

গোটা মন্ডলী এখন গভীর আগ্রহে প্রত্যাশা করছে ঈশ্বরের সেবক পর্যায় থেকে যেন তিনি পরবর্তী ধাপে (পূজনীয়) উন্নীত হতে পারেন। জন্মশতবার্ষিকীর সময়কালে ‘পূজনীয়’ হবার ঘোষণাটি আসলে তা একটি ঐতিহাসিক ঘটনাতে পরিণত হবে বলে সকলের আশা।  

পবিত্র আত্মার নিত্য সহায়তায় মন্ডলী নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যদিয়ে সাধু ঘোষণার কাজটি করে থাকে। তবে পবিত্র আত্মার সহায়তা যাচ্না করার সাথে সাথে বিশ্বাসী আমাদেরও কিছু কিছু কাজ করতে হবে। যাতে করে এ প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পন্ন হয়।

আজ তাঁর মৃত্যু বার্ষিকীতে সকলের বিশেষ প্রার্থনা ও প্রত্যাশা খুব শিঘ্র¦ই  ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলী সিএসসি সাধু থিওটোনিয়াস অমল গাঙ্গুলী হয়ে উঠবেন। 

Add new comment

4 + 8 =