ইতালীর হাসপাতালে বিশপ কামিল্লো বাল্লিন এর মৃত্যু

বিশপ কামিল্লো বাল্লিন মধ্যপ্রাচ্যের কুয়েত, বাহরাইন, কাতার এবং সৌদি আরবের নর্থ জোনে কর্তব্য রত ছিলেন। গত ইষ্টার সানডে ইতালীর এক হাসপাতালে মৃত্যু বরণ করেন । তিনি অত্যন্ত মিষ্ট ভাষী এবং নিষ্ঠাবান ছিলেন।
আমাদের বাঙ্গালীদের সাথে সাক্ষাতে এসে অনেক হাসতেন এবং হাসাতেন। আমাদের “বেঙ্গলী কোর্ গ্রুপের” রবিবাসীয় উপাসনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশংসায় তিনি পঞ্চমুখ ছিলেন।

বিশপ মহোদয় দীর্ঘদিন শারিরীক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন এবং তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেননি।

শ্রদ্ধাভাজন এই বিশপ মহোদয়ের বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি বেঙ্গলী কোর্ গ্রুপ এবং কুয়েতে কর্মরত সকল বাঙ্গালী খ্রীষ্ট ভক্তদের পক্ষ থেকে। (খ্রিষ্টান প্রবাসী বন্ধু মহল কুয়েত ও বিডি খ্রিস্টান নিউজ)

Add new comment

2 + 0 =