Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
আসন্ন আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজন নিয়ে সংশয়
আসন্ন আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজন নিয়ে দেখা দিয়েছে যথেষ্ট সংশয়
কল্লোলিনী কলকাতায় আয়োজিত হয় নানা অনুষ্ঠান, নানা সভা, নানা মেলা। কলকাতা শহরের গর্ব – আন্তর্জাতিক কলকাতা বইমেলা। কত মানুষের কত মধুর স্মৃতি বিজরিত এই কলকাতার বইমেলা। কলকাতায় বইমেলা চলাকালীন এই মেলা হয়ে ওঠে ‘মিলন মেলা’।
বর্তমানে করোনা সংক্রমণ কমলেও এখনো দূর হয়নি তার সংক্রমণের আশঙ্কা। আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক শ্রী সুধাংশুশেখর দে বলেন, “আমাদের মতো করে আমরা তৈরি ঠিকই। সবার সঙ্গেই যোগাযোগ রয়েছে। তবে এই পরিস্থিতিতে, পূর্ব ঘোষণা মতো জুলাইয়ের শেষে কলকাতা বইমেলা আয়োজন করা সম্ভব নয়। উল্লেখ্য, ২০২১ শে থিম কান্ট্রি, ‘বাংলাদেশ’। সেখানেও করোনা পরিস্থিতি ভয়াবহ তাই কোনরকম ঝুকি নিতে চাইছে না আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। এদিকে পশ্চিমবঙ্গে ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আরোপিত রয়েছে। তাতে ৫০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। তবে, সেটা উঠলেও সেই সময় প্রস্তুতি শুরু করে অবশ্য জুলাইয়ের মধ্যে মেলা আয়োজন করা সম্ভব হবে না এটা পরিষ্কার। তাই জুলাইয়ে যে মেলা হচ্ছে না, তা বলাই যায়।
এদিকে আবার করোনা ভাইরাস নিয়ে কাজ করছেন যে বৈজ্ঞানিকরা, তাঁরা নানা দিক বিবেচনা করে মনে করছেন যে আগামী ২১ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে তৃতীয় করোনা সংক্রমণের ঢেউ শুরু হতে পারে এবং এই তৃতীয় ঢেউ সেপ্টেম্বর মাস নাগাদ শিখরে পৌঁছে যেতে পারে। তাই এই হেন অবস্থায় আগামী কয়েক মাসের মধ্যে আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজন নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে। প্রতিবেদন – অতনু দাস।
YouTube: http://youtube.com/veritasbangla
Website: https://bengali.rvasia.org
Comments
আসন্ন আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজন নিয়ে দেখা দিয়েছে যথেষ্ট স
সংবাদটি পড়লাম। আমাদের সাবধান হওয়া উচিৎ। এর মাঝে বইমেলা না হওয়াই মঙ্গল
Add new comment