Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
আর্চবিশপ মজেস কস্তা সিএসসি’র মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের শোকবার্তা
আর্চবিশপ মজেস কস্তা সিএসসি’র মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডাইয়োসিস সহ বাংলাদেশের পুরো খ্রিস্টমণ্ডলীতে নেমে এসেছে শোকের ছায়া। আর্চবিশপ মজেস কস্তা সিএসসি’র এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকবার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও আর্চবিশপ মজেস কস্তা সিএসসি’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাজনৈতিক আরো অনেক নেতাকর্মীগন।
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আর্চবিশপ মজেস কস্তা সিএসসি’র মৃত্যুতে এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আর্চবিশপ মজেস কস্তা সিএসসি’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
মেয়র তার শোক বার্তায় বলেন, ‘খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু হলেও আর্চ বিশপ মজেস কস্তা ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। মেয়র বিশপের আত্মার শান্তি কামনা করেন এবং বিদেহি আত্মার সদগতি কামনা করেন। আর্চবিশপ মজেস কস্তা সিএসসি’র মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
অন্য আরেকটি শোকবার্তায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন “আর্চবিশপ মজেস কস্তা খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিত্ব হলেও তিনি সব ধর্মের, সব শ্রেণি-পেশার মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। উদার ও মানবিক মানুষ হিসাবে তিনি চট্টগ্রাম অঞ্চলে শিক্ষা, চিকিৎসাসহ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।”
এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস কস্তা সিএসসি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
উল্লেখ্য, সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস কস্তা সিএসসি মৃত্যুবরণ করেন।
৬৯ বছর বয়সী ধর্মযাজক মজেস কস্তার জন্ম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমিলিয়া গ্রামে। ২০১১ সাল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের আর্চবিশপ ছিলেন। তিনি চট্টগ্রাম বিভাগে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু ছিলেন। -রিপন আব্রাহাম টলেন্টিনু
Add new comment