আম্পানে লণ্ডভণ্ড দুই বাংলা

Photo Credit to Owner

সুপার সাইক্লোন আম্পানে ‍লণ্ডভণ্ড কলকাতা শহর। গত ২৫০ বছরে এমন তাণ্ডব দেখেনি বাংলাদেশের প্রতিবেশি এ শহর। গোটা পশ্চিমবঙ্গ ভীষণ ক্ষতিগ্রস্ত এ ঝড়ে। 

প্রায় ১৩০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘণ্টা চারেকের সেই তুমুল ঝড়ে উত্তর থেকে দক্ষিণ— লন্ডভন্ড করে দেয়  গোটা কলকাতাকে। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৪৪.২ মিলিমিটার। উত্তর ২৪ পরগণায় একশো বছরের পুরনো গাছ উপড়ে পড়ল রাস্তায়। তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ৭২-এ দাঁড়িয়েছে। 

আম্পানে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষয়ক্ষতি দেখতে  শুক্রবার সশরীরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উড়োজাহাজ থেকে দুই রাজ্যের ক্ষয়ক্ষতি দেখবেন তিনি।

অপরদিকে তান্ডবের হাত থেকে রক্ষা পায়নি বাংলাদেশও ।   ঘূর্ণিঝড় আম্পানে যশোরে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু । ঘূর্ণিঝড় ‘আম্পানে’ ১ লাখ ৭৬ হাজার হেক্টর জমি আক্রান্ত হয়েছে । সাতক্ষীরায় ৬০ থেকে ৭০ ভাগ আম ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০টি ব্রিজ-কালভার্ট ও ২৩৩টি স্থানীয় সরকার কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় আম্পানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহীর প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ মোবাইল সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ ।

বলা হচ্ছ সুন্দরবনের জন্যই অনেকটা রক্ষা পেয়ে গেলো বাংলাদেশ । তাই আবারও  সুন্দরবন সংরক্ষণের দাবি উঠছে।  যে সুন্দরবন বাঁচায় আমাদের, সে সুন্দরবনকেও আমাদেরই বাঁচাতে হবে। কিন্তু প্রশ্ন,  বিপদ কেটে গেলে মনে থাকবে কি সুন্দরবনের কথা?

Comments

আমপান সম্বন্ধে বিস্তারিত জানতে পারলাম । এজন‍্য RVAকে ধন‍্যবাদ। আমপানের তান্ডবে যারা জানমাল খুইয়েছেন তাদের পাশে দাড়াতে হবে সর্বতোভাবে।

Add new comment

8 + 1 =