Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
আত্মোৎসর্গকৃত ঈশ্বরের একনিষ্ঠ সেবক 'খালি-পায়ের ফাদার জেরি'
ফাদার জেরি রোজারিও এস. জে. ভালবেসে মানুষ তাঁকে খালি পায়ের জেসুইট পুরোহিত বলে জানেন।
বাবা ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের এক জেলখানার জেল আধিকারিক ছিলেন। সেখানে বন্দীদের জন্য তিনি তাঁর যাজকীয় জীবনের প্রথম খ্রিষ্টযাগ উৎসর্গ করেছিলেন জেলখানাতেই। একাধারে তিনি হলেন আইনজীবী, অধ্যাপক এবং প্রধানত দরিদ্রতম দেশগুলিতে ভ্রমণ করে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ভালবাসেন।
তিনি নিজেকে অস্পৃশ্য এবং দলিত সমাজের একজন বলে চিহ্নিত করতে পছন্দ করেন। বিগত প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি জুতা না পরে প্রত্যন্ত গ্রামগুলিতে দীনদরিদ্র মানুষদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।
যীশুসংঘ পরিবারের এই পুরোহিত প্রায় ২০৭ বার রক্তদান করে ভারতে, সবচেয়ে বেশিবার রক্তদান করার তালিকায় রয়েছেন। তাঁর কথায় 'রক্ত দিয়েছি, ভবিষ্যতে আরও রক্ত দেব'।
ফাদার জেরি রোজারিও এস. জে. যেমন একজন আধ্যাত্মিক পরামর্শদাতা অন্যদিকে তিনি একজন নাগরিক আইনজীবী। ভারতসহ বিদেশের প্রায় ৪৫ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি 'পরিদর্শক অধ্যাপক' হিসেবে কাজ করেছেন।
তিনি সমাজবিজ্ঞান, দর্শন, যুব ও মহিলা শক্তি জাগরণ, আধ্যাত্মিকতা এবং ধর্মীয় ধর্মতত্ত্ব প্রভৃতি বিষয়ে ৫৮ টি বই রচনা করেছেন এবং ৩০ টিরও বেশি দেশে বক্তৃতা দিয়েছেন। এছাড়া তিনি রাজনৈতিক দর্শন ও ধর্মতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
রেডিও ভেরিতাস এশিয়ার পক্ষ থেকে এই মহিয়সী, সমাজসেবী এবং আত্মোৎসর্গকৃত ঈশ্বরের একনিষ্ঠ সেবককে জানাই বিনম্র শ্রদ্ধা।
Add new comment