আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস

আজ সারা পৃথিবী জুরে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

যতটুকু জানা যায়, ১৯৭৪ সালে প্রথম জাতিসংঘ স্টকহোম (সুইডেন) পরিবেশ ও দূষণ সম্পর্কিত একটি আন্তজার্তিক পরিবেশ সম্মেলনের আয়োজন করেন। এ সম্মেলনে মোট ১১৯ টি দেশ অংশ গ্রহণ করে। এরপর থেকেই ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের মূলসুর হচ্ছে “প্রকৃতির জন্য সময়” এর লক্ষ্য হচ্ছে কী ভাবে পৃথিবীর বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের বিকাশ বৃদ্ধি লাভ করা।

এই দিবসটি উদযাপনের প্রধান কারণ হ’ল পরিবেশের প্রতি যত্নশীল হওয়া কারণ পরিবেশ ও প্রকৃতি ছাড়া মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে, দিন দিন পরিবেশ দূষণের কারণে পৃথিবী অসুস্থ হয়ে পড়ছে আর পৃথিবী তীব্র আকার ধারণ করছে। মানুষ নিজেদের সুবিধার জন্য পরিবেশকে ধ্বংস করছে। এই ধ্বংসের হাত থেকে আমরা এই পৃথিবীকে রক্ষা করি।

তাই আসুন, আজকের এ বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই মিলে অঙ্গীকার গ্রহণ করি, আমাদের পরিবেশকে রক্ষা করি সুন্দর পৃথিবী গড়ে তুলি।-ফাদার নিখিল গমেজ।

Add new comment

1 + 19 =