আজ ৩১ মে, বিশ্ব তামাকমুক্ত দিবস

আজ ৩১ মে, বিশ্বজুরে পালীত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস । তামাক সেবনের কারণে প্রতিবছর বিশ্বে প্রায় ৮০ লাখ মানুষ প্রাণ হারায়, এরমধ্যে শুধু বাংলাদেশেই প্রতি বছরে প্রায় ১ লাখ ২৬ হাজার মানুষ মারা যায় তামাক ব্যবহারজনিত রোগে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, যারা কিশোর বয়সে ধূমপানে আসক্ত হয়, তাদের অ্যালকোহলে আসক্ত হয়ে পড়ার সম্ভাবনা স্বাভাবিকের তুলনায় তিনগুণ বেশি, গাঁজায় আট গুণ এবং কোকেইনের ক্ষেত্রে ২২ গুণ বেশি।  অর্থাৎ তামাক ও নিকোটিন কেবল একটি আসক্তিই নয়,  এটি তরুণদের আরো অনেক বিধ্বংসী আসক্তির পথে পরিচালিত করে।

এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে, তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত এবং যার মধ্যে ধুমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে প্রায় ৬,০০,০০০ অ-ধূমপায়ী ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা রয়েছে।

তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ধূমপান, তামাক ও ভ্যাপিং পণ্য ব্যবহারে ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।- ফাদার নিখিল গমেজ ।

Add new comment

3 + 7 =