Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
আজ ২২ মে, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস
আজ ২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। বৈশ্বিক পরিমণ্ডলে জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা ও সচেতনতা বৃদ্ধি এবং করণীয় নির্ধারণে দিবসটি গুরুত্বপূর্ণ।
প্রাণ ও প্রকৃতির ভিত্তি হচ্ছে জীববৈচিত্র্য। মানুষ, কর্মসংস্থান ও টেকসই উন্নয়নসহ অর্থনৈতিক সমৃদ্ধির সবক্ষেত্র, যেমন কৃষিকাজ, বনায়ন, মৎস্য সম্পদ, পর্যটনের সঙ্গে জীববৈচিত্র্য গভীরভাবে সম্পর্কযুক্ত।
মানুষ, প্রাণী ও প্রকৃতি মিলিয়েই আমাদের পৃথিবী নামের সবুজ গ্রহটি। বিশ্ববাসীর ব্যবহারের জন্য একটি মাত্র এ জীবমন্ডলটি রয়েছে। মানুষ এটিকে এতোটাই নির্দয়ভাবে ও নির্বিচারে ব্যবহার করছে। বর্তমানে সমস্ত বিশ্ব ব্যবস্থাই হুমকির দরজায় এসে দাঁড়িয়ে আছে।
জীব বৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ১৯৯৩ সালের শেষদিকে ২৯ ডিসেম্বর নির্ধারণ করলেও পৃথিবীর অনেক দেশে ঐ সময়ে সরকারি বন্ধ থাকায় ২০০০ সালে ২২ মে দিনটি বিশ্ব জীব বৈচিত্র্য দিবস হিসেবে উদযাপন করে আসছে। বিশ্ব জীব বৈচিত্র্য দিবসের ধারণটির সূচনা হয় ১৯৯২ সালে। রাষ্ট্র, সরকার ও পৃথিবীর বড় বড় সংগঠনগুলোর সমন্বয়ে ব্রাজিলের রিও-তে শীর্ষ ধরিত্রী সম্মেলন-এ জীব বৈচিত্র্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
পরিবেশবান্ধব বাসযোগ্য বিশ্ব গড়ে তুলাই এই দিবসের মূল লক্ষ্য। তাই আসুন জীববৈচিএ্যকে রক্ষা করি, সুন্দর পৃথিবী গড়ে তুলি।-ফাদার নিখিল গমেজ।
Add new comment