Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
আজ ২১ মে, বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র সংলাপ দিবস
Thursday, May 21, 2020
আজ ২১ মে, বিশ্ব সাংস্কৃতিক বৈচিএ সংলাপ দিবস । সংস্কৃতি একজন মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। গবেষকদের মতে, ভাষা, সাহিত্য, রীতিনীতি, মূল্যবোধ, জ্ঞান, শান্তি, শৌর্য, বিশ্বাস, চিরাচরিত প্রথা মনোভাব প্রস্তুতির সমাহার হচ্ছে সংস্কৃতি।
জীবনের অর্ন্তগত সব বিষয়, কর্ম, চর্চা ও সাধনাই সংস্কৃতি। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাংস্কৃতিক বৈচিএ্যের অবদানকে স্বীকৃতি দেয়ার লক্ষে পালিত হয় সাংস্কৃতিক বৈচিএ দিবস।
২০০১ খ্রীঃ নভেম্বরে ইউনেস্কো সাংস্কৃতিক বৈচিএ বিষয়ক সার্বজনীন ঘোসনা দেয়। এর পর থেকে প্রতি বছর গোটা বিশ্বে পালিত হয়ে আসছে সংলাপ ও উন্নয়নের জন্য সাংস্কৃতিক বৈচিএ দিবস।
Add new comment