Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
আজ ১৭ মে, বিশ্ব টেলযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
আজ ১৭ মে, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক মান সংরক্ষণের প্রতিপাদ্য বিষয় নিয়ে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়।
জাতিসংঘের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ১৯৩টি সদস্য রাষ্ট্রের সঙ্গে দিবসটি পালিত হয়।
এই দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে, সারা বিশ্বের জন্য আইটিইউ-এর যে মানদণ্ডগুলো রয়েছে, সেগুলোই, বিশ্বব্যাপী বাজার উন্মুক্তকরণ এবং তথ্যপ্রযুক্তিতে উদ্ভাবন ও বৃদ্ধি নিশ্চিত করণ যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।
বাংলাদেশের সরকারী তথ্য মতে, আগামী ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যেই ৫-জি চালু করার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। বিশ্বব্যাপী উন্নত দেশগুলোতে ৫জি আরও ব্যাপক অবকাঠামোসহ ব্যাপ্তি পাচ্ছে। ৫জি মান এবং তা যদি কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মিলিত হয়, তবে মোবাইল অ্যাপ্লিকেশনগুলির একটি নতুন আঙ্গিক পাবে। যার মাধ্যমে বর্তমান স্মার্টফোনের মতো আসবে স্বয়ংচালিত স্মার্ট গাড়ি, হতে পারে স্মার্ট শহর এবং গ্রাহক তা সাদরে গ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে।- ফাদার নিখিল গমেজ
Add new comment