আজ ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস

Photo Credit to Owner

আজ ১২ মে বিশ্ব নার্স দিবস । মানব সেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের দিন হলো "আন্তজাতিক নার্সেস দিবস"। ১৯৬৫ সাল থেকে  এই দিবসটি পালিত হয় ।  বাংলাদেশেও এই দিবসটি ১৯৭৪ সাল থেকে  সরকারী ও বেসরকারি ভাবে পালিত হচ্ছে ।

ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। নাইটিংগেল ছিলেন অপূর্ব রূপসী, অন্যদিকে খুবই দয়ালু ও স্নেহপূর্ণ মনের অধিকারী। তাকে ইউরোপের অন্ধকারে আলোকবর্তিকা বলে আখ্যায়িত করা হয়।

জন্ম ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে। নাইটিংগেল মানবসেবার প্রতি প্রথম টান অনুভব করেন ১৭ বছর বয়সে লন্ডনে থাকা অবস্থায়। পরবর্তীতে এই টানকে তিনি ‘ঈশ্বরের ডাক’ বলে অভিহিত করেছিলেন। কিন্তু সেবাকে জীবনের ব্রত হিসাবে নেওয়ার কথায় প্রবল আপত্তি আসে তার পরিবার থেকে। তখন সমাজে নার্সিং ছিল নিম্নবিত্ত, অসহায়, বিধবা মহিলাদের পেশা। পরিবারের প্রবল আপত্তিকে পাশ কাটিয়ে তিনি নিজেকে নার্সিংয়ের কৌশল ও জ্ঞানে দক্ষ করে তোলেন।

"নার্স মানেই মনে সাদা, পোষাকে সাদা আচরন ও কর্মে সাদা " । সবকিছুতেই যেন সাদার সমাহার । শান্তির প্রতীক এই সাদাকে তাঁরা মনে, মননে ধারন করে জীবন/যৌবনকে উৎসর্গ করেন সাদার ভুবনে । সেবাই তাঁদের মূল ধর্ম, সেবাই তাঁদের ব্রত। আজ এই নার্স দিবসে সকল নার্সদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। ফাদার নিখিল গমেজ

Add new comment

7 + 4 =