আজ ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

আজ ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়।

মানসিক রোগ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯২ সাল থেকে প্রতি বছর এ দিনে দিবসটি পালিত হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে ৩০ কোটির বেশি মানুষ বিষণ্নতায় ভুগছে, যার প্রভাব পড়ছে স্বাভাবিক কর্মক্ষমতা ও উৎপাদনশীলতার ওপর।

প্রতি বছরের ন্যায় হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিট, কারলত্তা সেন্টার এই বছরও বিশেষ ভাব-গাম্ভীর্যের সাথে দিবসটি পালন করার পরিকল্পনা করেছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘Mental Health for All: Greater Investment-Greater Access’ যা আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।

আমরা মনে প্রাণে বিশ্বাস করি মানসিক স্বাস্থ্য জাতি, ধর্ম, বর্ণ, স্থান নির্বিশেষে সকলের জন্য অপরিহার্য। দিবসটি পালনে এই বছরের গৃহিত কর্মসূচির বিবেচনায় বৈশ্বিক করোনা মহামারীর কর্ম অভিজ্ঞতাকে প্রাধাণ্য দিয়েছি।

আমরা দেখেছি অভূতপূর্ব এই পরিস্থিতিতে অধিকাংশ পিতা-মাতা তাদের সন্তানদের প্রতিপালনে নানা ধরনের মানসিক চাপের মধ্য দিয়ে যান। পিতা-মাতার মানসিক চাপকে বিবেচনা করে আজ ১০ অক্টোবর ২০২০ রাত: ৮.৩০-৯.৪৫ মিনিট পর্যন্ত “মানসিক চাপ মোকাবিলা ও নিয়ন্ত্রণ” নামক একটি ফ্রি অনলাইন কর্মশালার আয়োজন করা হয়েছে।  

উক্ত কর্মশালা পরিচালনা করবেন ড. লিপি গ্লোরিয়া রোজারিও, পরিচালক হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিট, কারলত্তা সেন্টার।

আসুন, সকলে মিলে সকলের মানসিক স্বাস্থ্য সুনিশ্চিতকরণে সম্মিলিতভাবে কাজ করি!

 

Add new comment

3 + 4 =